কলকাতাঃ করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউ থেকে এখনও পর্যন্ত পুরোপুরি নিস্তার পায়নি ভারত (India)। আর এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের বিপদ আসন্ন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় আগামী দিনগুলি নিয়ে সতর্ক করেছে। স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে যে, গোটা বিশ্বই তৃতীয় ঢেউয়ের দিকে এগিয়ে চলছে। আগামী ১০০ থেকে ১২৫ দিন খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে মানুষকে অনেক সাবধান থাকতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মহারাষ্ট্র, কেরল সমেত ছয়টি রাজ্যে করোনার বর্ধিত মামলা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন। শুক্রবার করোনার সমীক্ষা বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা সবাই এমন জায়গায় এসে পৌঁছেছি, যেখান তৃতীয় ঢেউয়ের আশঙ্কা জাহির করা হচ্ছে। বিশেষজ্ঞরা করোনার মামলা হ্রাস পাওয়ার সঙ্কেত দেওয়ার পরেও কয়েকটি রাজ্যে মামলা বেড়েই চলেছে। আর সেটা খুবই চিন্তাজনক।”
প্রধানমন্ত্রী ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ অন্য দেশে বেড়ে চলা করোনার মামলা নিয়ে চিন্তা জাহির করেছেন। তিনি বলেছেন, আমাদের আর গোটা বিশ্বকে সতর্ক থাকা উচিৎ। প্রধানমন্ত্রী বৈঠকে বলেন যে, করোনা এখনও শেষ হয়নি আর লকডাউনের পর করোনার বিধি লঙ্ঘনের চিত্র চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার নিয়ম পালন করা আর ভিড় থেকে দূরে থাকা এবং ভিড় না করার আবেদন জানিয়েছেন।
এখন প্রশ্ন হচ্ছে যে, যেহেতু স্বাস্থ্যমন্ত্রক ১০০ থেকে ১২৫ দিনের জন্য চূড়ান্ত সতর্কবার্তা জারি করেছে, সেহেতু বাংলায় কী আদৌ উপনির্বাচন হওয়া সম্ভব? শাসক দল তৃণমূল বাংলায় উপ নির্বাচন করানোর জন্য উঠেপড়ে লাগলেও, কমিশন সেই নিয়ে তেমন কোনও ইতিবাচক সাড়া দিচ্ছে না। বঙ্গে ভোটের ফলাফল ঘোষণা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার দুই মাস অতিক্রান্ত হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে, আগামী চার মাসের মধ্যে যেকোনও একটি কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে আসতে হবে। যেহেতু স্বাস্থ্য মন্ত্রী আগামী ১২৫ দিন (চার মাসের বেশী) সতর্ক থাকতে বলেছে, সেহেতু বাংলায় উপনির্বাচন করানো নিয়ে আবার প্রশ্ন চিহ্ন খাড়া হচ্ছে।
The post আগামী ১২৫ দিনের জন্য চূড়ান্ত সতর্কবার্তা স্বাস্থ্য মন্ত্রকের, উপনির্বাচনে আশঙ্কার মেঘ first appeared on India Rag .from India Rag https://ift.tt/3hJlikD
Bengali News