-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

হিন্দু ধর্ম শান্তির প্রতীক, যে হিন্দুত্বের উপর প্রহার করবে সে মহাপ্রলয়ের গহ্বরে ডুবে যাবে: যোগী আদিত্যনাথ

- July 17, 2021

৬ থেকে ৭ মাসের মধ্যে উত্তরপ্রদেশে নির্বাচন রয়েছে। যেহেতু উত্তরপ্রদেশ দেশের সবথেকে বড়ো রাজ্য তাই সেখানের রাজনীতি নিয়ে দেশজুড়ে চর্চা তুঙ্গে পৌঁছেছে। একের পর এক রাজনৈতিক দল কোমর বেঁধে উত্তরপ্রদেশে প্রচারে নেমে পড়েছে।

সমাজবাদী পার্টি থেকে শুরু করে বহুজন সমাজবাদী পার্টি সহ সমস্থ দল রাজনীতি গুটি সাজাতে ব্যাস্ত। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাতে ঘাঁটি শক্ত করতে লেগেছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের বেশকিছু শহরে পার্টি অফিস খুলেছে তৃণমূল কংগ্রেস।

এমন রাজনৈতিক সরগরমের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এক ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওতে যোগী আদিত্যনাথকে তেজস্বী ভাষণ দিতে দেখা যাচ্ছে। যোগী আদিত্যনাথকে বলতে দেখা যাচ্ছে, “এটা হিন্দুত্বের যুগ এবং পুরো বিশ্বে আরো একবার হিন্দুত্বের পতাকা নিজের সমস্ত শক্তি নিয়ে উড়বে। বিশ্ব থেকে অনেক সভ্যতা, সংস্কৃতি শেষ হয়ে গেছে। অন্যদিকে সহস্র বাধা বিপত্তি কাটিয়ে অভ্যন্তরীণ ও বাহ্যিক আক্রমন সহ্য করে আজও হিন্দু ধর্ম দাঁড়িয়ে আছে। যতদিন মানুষের আস্থা ভারত মাতার প্রতি থাকবে, ততদিন কেউ হিন্দু সংস্কৃতিকে উপড়ে ফেলতে পারবে না।”

যোগী আদিত্যনাথ আরো বলেন, ” যে হিন্দুত্বের উপর প্রহার করবে সে মহাপ্রলয়ের গহ্বরে ডুবে যাবে। মনে রাখবেন যদি কেউ হিন্দুত্বকে দমনের চেষ্টা করে তাহলে সেটা মানবতা বিরোধী কাজ। হিন্দু ধৰ্ম বিশ্বে সুখ শান্তির প্রতীক।”

যোগী আদিত্য আরো বলেন, ” ভারতের সাধু, সন্ন্যাসীরা যেখানে যান সেখানেই সম্মানিত হন। আমি সিঙ্গাপুরে গেছিলাম, এয়ারলাইনসে আমি পৌঁছালে সামনে বসে থাকা লোকজন দাঁড়িয়ে পড়েছিল। সবাই আমাকে বলেন আপনি সামনে বসুন, আমি বলেছিলাম আমার আসন পেছন। তারা বলেন না না আপনি সামনে বসুন। থাইল্যান্ড গিয়েছিলাম, সেখানে বাসে দুটি আসন শুধুমাত্র সাধু সন্ন্যাসীদেড় জন্য। তাই বিশ্বের যেখানে আপনি যাবেন, ভারতীয় সংস্কৃতির সম্মান আছে, হিন্দুদের সন্মান আছে।”

The post হিন্দু ধর্ম শান্তির প্রতীক, যে হিন্দুত্বের উপর প্রহার করবে সে মহাপ্রলয়ের গহ্বরে ডুবে যাবে: যোগী আদিত্যনাথ first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3Bciioz
Bengali News
 

Start typing and press Enter to search