শ্বাসকষ্ট নিয়ে SSKM হাসপাতালে ভর্তি হয়েছিলেন সংগীতশিল্পী কবীর সুমন। হাসপাতাল ভর্তি হওয়ার পর তার সাথে দেখা করতে গিয়েছিলেন একের পর এক বড়ো রাজনীতিবিদ। মদন মিত্র তার সাথে দেখা করতে গেলে বলেছিলেন যে কেন্দ্রে তিনি তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় দেখতে চান। মদন মিত্রের কাছে তৃণমূল কংগ্রেসের প্রশংসার পর এবার নিজে ফেসবুক লাইভে এসে মমতার নামে প্রশংসার ঝড় তুললেন কবীর সুমন।
মমতার আমলে রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেন তিনি। হল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্সের হাসপাতালের থেকে পশ্চিমবঙ্গের হাসপাতাল এগিয়ে বলেও দাবি করেন কবীর সুমন। তার আরো দাবি, বাম আমলে চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল। সেই জায়গা থেকে মমতা ব্যানার্জী এটাকে তুলে এনেছেন।
ফেসবুক লাইভে কবীর সমুন বলেন, “আমি হল্যান্ডের সেরা হাসপাতাল দেখেছি, ইংল্যান্ডের হাসপাতালও দেখেছি, ফ্রান্সের হাসপাতালে আমাকে থাকতে হয়েছে। পশ্চিমবঙ্গের হাসপাতাল তার থেকে অনেক এগিয়ে আছে। সবথেকে জরুরি যে জায়গায় এগিয়ে আছে তা হলো মানবিক স্পর্শ।
এমন পরিবর্তন পশ্চিমবঙ্গ সরকার এনেছে বলে মন্তব্য করেন কবীর সুমন। নাম পরিচয় আছে বলে ভালো চিকিৎসা নয় বরং মমতা ব্যানার্জী সকলকে সম্মান করেন বলেই তিনি এমন চিকিৎসা পাচ্ছেন বলে দাবি তার। কবীর সুমন বলেন, এমন আমি অনেক লোককে দেখেছি যারা বিখ্যাত নন কিন্ত ভালো চিকিৎসা পাচ্ছেন।
কবীর সুমন জানিয়েছেন যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। অবশ্য বিদেশের থেকেও বাংলার চিকিৎসা ভালো, এমন মন্তব্য করার কারণে অনেকেই কবীর সমুনকে রীতিমতো কটাক্ষ করেছেন।
The post ইংল্যান্ড, হল্যান্ড, ফ্রান্সের থেকেও বাংলার চিকিৎসা পরিষেবা ভালো- দাবি কবীর সুমনের first appeared on India Rag .from India Rag https://ift.tt/2TiOLZr
Bengali News