নয়া দিল্লীঃ পাকিস্তানের (Pakistan) উত্তর এলাকায় বুধবার একটি বাসে বোমা ধামাকা (Bomb Blast) হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ওই বাসে চীনা নাগরিকরা ছিল। সংবাদ সংস্থা AFP অনুযায়ী, এই ধামাকায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে।
হাজারা অঞ্চলের এক বরিষ্ঠ প্রশাসনিক আধিকারিক রয়াটার্সকে জানান, বাসটি কোহিস্তানে চীনা ইঞ্জিনিয়ারদের দসু বাঁধ এলাকায় নিয়ে যাচ্ছিল। বাসে মোট ৩০ জন চীনা ইঞ্জিনিয়ার ছিল। মৃত ব্যক্তিদের মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর দুজন জওয়ানও ছিল। ওই দুজন চীনা ইঞ্জিনিয়ারদের সুরক্ষার জন্য মোতায়েন ছিল।
সংবাদ সংস্থা রয়াটার্স অনুযায়ী, এই ধামাকায় ৮ জন চীনা নাগরিকের মৃত্যু হয়েছে আর অনেকে আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বোমাটি কোথায় ছিল, আর কারা রেখেছিল সেটা নিয়ে এখনও কোনও কিছু জানা যায়নি।
The post বাঁধ মেরামত করতে যাওয়া চীনা ইঞ্জিনিয়ার ভর্তি বাসে হামলা পাকিস্তানে, মৃত ৮ আহত বহু first appeared on India Rag .from India Rag https://ift.tt/2VHUrgf
Bengali News