-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

৭ টি মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় গর্জে উঠল তামিলনাড়ুর হিন্দুরা! রাস্তায় নেমে চলল প্রতিবাদ

- July 17, 2021

কোয়েম্বাটুরুতে ৭ টি হিন্দু মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে তামিলনাড়ুতে সাধারণ জনগণ প্রতিবাদ মিছিল বের করতে শুরু করেছে। মন্দিরগুলি ভেঙে ফেলার প্রতিবাদে বেশকিছু হিন্দু সংগঠনের নেতৃত্বে শ্রদ্ধালুরা রাস্তায় বিরোধ প্রদর্শন করে। হিন্দুরা প্লেকার্ড, ব্যানার নিয়ে নিগমের ভবনের সামনে বিরোধ প্রদর্শন করে।

হিন্দু মুন্নানী সংগঠনের সভাপতি কাদেশ্বর সুব্রহ্মণ্যম মন্দির ভাঙার ঘটনার নিন্দা করেন। কাদেশ্বর সুব্রহ্মণ্যম বলেন, পিভি নরসিমহা রাও প্রধানমন্ত্রী থাকার সময় আইন পাশ হয়েছিল, তাতে ৭৫ বছরের বেশি পুরানো মন্দির ধ্বংস নিষিদ্ধ করা হয়েছিল।

কাদেশ্বর সুব্রহ্মণ্যম বলেন, কোয়েম্বাটুর নগর নিগম কোনো কিছু না মেনে শতাব্দী প্রাচীন মন্দির ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমার এই ঘটনার নিন্দা করি। ঘটনার প্রতিবাদে রাস্তায় প্রায় হাজার মানুষকে নামতে দেখা যায়। কোয়েম্বটুরে মন্দির ভাঙ্গাকে কেন্দ্র করে অনেকে সোশ্যাল মিডিয়াতেও আক্রোশ প্রকাশ করেছেন। তামিলনাড়ুতে মুঘল শাসন চলছে বলে অভিযোগ তোলেন অনেকে।

মন্দির ভাঙার সময়ে প্রতিবাদ জানানো প্রায় ২৫০ জনকে পুলিশ গ্রেফতার করেছিল। প্রশাসন স্মার্ট সিটি মিশন প্রকল্পের নাম নিয়ে ৭ টি অতি সুন্দর মন্দিরের উপর বুলডজার চালিয়েছে। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় এলাকার সৌন্দর্যেরকরণ করা হবে, সেই কারণে এতগুলি মন্দির একসাথে ভেঙে ফেলা হয়েছে বলে খবর। তবে সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী মন্দির ভেঙে প্রশাসন কি ধরণের সৌন্দর্য্যকরন করবে তাই নিয়ে উঠেছে প্ৰশ্ন।

https://platform.twitter.com/widgets.js

প্রশাসন কর্তৃপক্ষ আম্মান কোভিল, বান্নারী আম্মান কোভিল, আঙ্গালা পরমেশ্বরী, করুপারায়ণ কোভিল, মুনেশ্বরান কোভিল এবং আরও কিছু মন্দির ধ্বংস করতে ভারী মেশিনের ব্যাবহার করেছে বলে জানা গেছে। শহরের মুথান্নকুলাম বাঁধের উত্তরে অবস্থিত ৭ টি মন্দির ভাঙার আগে প্রশাসন এই স্থানে বসবাসকারী লোকজনেদের অন্যত্র সরিয়েছিল।

The post ৭ টি মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় গর্জে উঠল তামিলনাড়ুর হিন্দুরা! রাস্তায় নেমে চলল প্রতিবাদ first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3hMvd99
Bengali News
 

Start typing and press Enter to search