সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বড়ো খেলোয়াড় দেবাংশু ভট্টাচার্য, তার লক্ষ্য এবার ২০২৪। মাঠে নেমে কোমর বেঁধে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। তারমধ্যে সামনে রয়েছে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। কিন্তু গেরুয়া শিবিরকে ধূলিসাৎ করার চেষ্টায় ময়দানে প্রাণপণ লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস।
বাংলায় ঘরের মাটিতে পদ্ম শিবিরকে হারিয়ে জিত ছিনিয়ে নিয়েছে ঘাসফুল। তৃণমূল সুপ্রিমোর এবারের লক্ষ্য দিল্লীর মসনদে আধিপত্য বিস্তার। ২০২১-এ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় সাপোর্টার দেবাংশু ভট্টাচার্য্যের স্বরচিত ‘খেলা হবে’গানটি বেশ ভাইরাল হয়ে উঠেছিল।
বেলেঘাটা ৩৪ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস স্বেচ্ছায় রক্তদান শিবির ও ২৪টি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে উপস্থিত হয়ে দেবাংশু জানিয়েছে, ”খেলা এখনও বজায় রয়েছে। তার ভবিষ্যৎ স্বপ্ন ভারতের মাটিতে বাঙালি মহিলা প্রধানমন্ত্রী লালকেল্লায় পতাকা উত্তোলন করবে। দেবাংশু একথাও বলেছে, তার জীবন সার্থক হবে যখন সে দেখবে লালকেল্লার সিঁড়ি বেয়ে হাওয়াই চটি পরে তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপরে উঠছেন।” পাশাপাশি এক সংবাদ মাধ্যমকে তিনি একথাও বলেছেন, গুজরাটি ভাইয়েদের ডেরায় গিয়ে ভয়ঙ্কর খেলা হবে।
তিনি আরও জানান, এবারে সে হিন্দি ভার্সনে খেলা হবে গান বাঁধবে। জানা গেছে, এই গানের লিরিক্স লেখার জন্য সে শক্তিপ্রকাশ সিং(পঃবঃ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক)-এর সহযোগিতা চেয়েছেন। সে বিরোধীদের উদ্দেশ্যে বলেছে, “টার্গেট এখন ২০২৪ তাই সে খেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে।
The post মমতাকে প্রধানমন্ত্রী করতে চাই তৃণমূল! হিন্দি ভার্সনেও এবার “খেলা হবে” হুঙ্কার দেবাংশুর first appeared on India Rag .from India Rag https://ift.tt/3BeP7RE
Bengali News