নয়া দিল্লীঃ ভারতীয় টিকা কোভিশিল্ড আর কোভ্যাকসিন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নে বিবাদের সৃষ্টি হয়েছে। সুইজারল্যান্ড আর ইউরোপিয়ান ইউনিয়নের সাতটি দেশ বৃহস্পতিবার কোভিশিল্ড গ্রহণ করা ভারতীয়দের যাত্রার অনুমতি দিয়েছে। উল্লেখ্য, করোনাকালে পর্যটনের ক্ষেত্রে বিভিন্ন দেশের তরফে নানারকম বিধি নিষেধ জারি করা হয়েছে। যার মধ্যে ইউরোপীয় দেশগুলিতে পর্যটনের ক্ষেত্রে প্রধান বিষয় হল- ফাইজার, মর্ডানা,অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড ভ্যাকসিন, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন নিতেই হবে পর্যটককে। অর্থাৎ যে সকল ব্যক্তিরা এই সকল টিকার মধ্যে কোন একটি নিয়েছেন এবং কোর্স সম্পন্ন করেছেন, তারাই শুধুমাত্র ইউরোপীয় দেশে যাওয়ার অনুমতি পাবেন। আর এই নিয়ম চালু হচ্ছে ১ লা জুলাই থেকেই।
ভারতীয় ভ্যাকসিনকে ইউরোপিয়ান ইউনিয়ন মান্যতা না দেওয়ার ভারত সরকার কড়া হুঁশিয়ারি জারি করে। ভারতের তরফ থেকে বলা হয় যে, ভারতীয় ভ্যাকসিনকে EU মান্যতা না দিলে, ভারতও ইউরোপের দেশ থেকে আসা পর্যটকদের ১৫ দিনের কোয়ারেন্টাইন রাখার হুঁশিয়ারি দেয়। ভারতের এই হুঁশিয়ারির পরই ইউরোপের বিভিন্ন দেশের টনক নড়ে।
বৃহস্পতিবার সুইজারল্যান্ড অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া, গ্রিস, আইল্যান্ড, আয়ারল্যান্ড আর স্পেন কোভিশিল্ড ভ্যাকসিনকে মান্যতা দিয়েছে। ভারত ওই দেশগুলিকে কোভিন পোর্টালের মাধ্যমে প্রাপ্ত ভ্যাকসিনের সার্টিফিকেটকে মঞ্জুরি দেওয়ার আবেদন করেছিল। ভারতীয় আধিকারিকরা বলেছিলেন, সার্টিফিকেটের বাস্তবিকতা কোউইনের মাধ্যমে প্রমাণ করা যায়।
এক্ষেত্রে ভারত সরকার প্রস্তাব দিয়েছিল যে, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটি টিকাকেই অনুমোদন দিতে হবে। ভারতে এই দুটি টিকাই বর্তমানে দেওয়া হচ্ছে সকল দেশবাসীকে। সেক্ষেত্রে ইউরোপীয় দেশগুলির নির্ধারণ করে দেওয়ার টিকার সঙ্গে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে মান্যতা দিয়ে ভারতীয়রা যাতে ইউরোপের ভ্যাকসিন পাসপোর্ট পেতে পারেন, সেইজন্যই এই প্রস্তাব দেওয়া হয়েছিল।
পাশাপাশি ভারত সরকার জানিয়েছে, ভারতের প্রস্তাবে রাজী হলে তবেই, ইউ ডিজিটাল কোভিড সার্টিফিকেটকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে ইউরোপকে সাহায্য করবে ভারত। যেখানে ডিজিটাল কোভিড সার্টিফিকেট প্রাপ্ত পর্যটকরা ইউরোপীয় দেশ থেকে ভারতে এলে, তাঁদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে।
The post মোদীর চাপে মাথানত করতে বাধ্য হল ইউরোপ, আটটি দেশ দিল ভারতীয় ভ্যাকসিনকে মান্যতা first appeared on India Rag .from India Rag https://ift.tt/3hs01dK
Bengali News