পাকিস্তান ক্রিকেট টিমের প্রাক্তন অলরাউন্ডার ইয়াসার আরাফাত বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। পাক খেলোয়াড় দাবি করেছেন যে কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক শাহরুখ খান তাকে KKR এই হয়ে খেলার জন্য অফার দিয়েছিলেন। যদিও এখন পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমতি নেই। তবে IPL এর প্রথম সিজনে পাক খেলোয়াড়রা অংশ নিতে পারতো।
আরাফাত জানিয়েছেন KKR এর তরফ থেকে একজন স্কাউটকে লন্ডনে পাঠানো হয়েছিল তার সাথে দেখা করতে। ইয়াসার আরাফাতের দাবি অনুযায়ী, ওই ব্যক্তি লন্ডনে গিয়ে তাকে জানিয়েছিলেন যে শাহরুখ খান তার খেলা দেখেন। তবে ওই ব্যক্তির কথার উপর ভরসা পাননি আরাফাত।
পাক অলরাউন্ডার বলেন, এরপর ভারত থেকে আমার কাছে ফোন আসে এবং আমাকে জিজ্ঞাসা করা হয় যে আমি কেন কোনো প্রতিক্রিয়া দিনি। আরাফাত বলেন, আমি প্ৰথম দিকে বিষয়টিকে মজা ভেবেছিলাম। তবে পরে বুঝতে পারি যে KKR আমার সাথে ৩ বছরের চুক্তি করতে চাই।
পরের দিন শাহরুখ ফোন করেন এবং আমাকে বলেন- টিমে স্বাগত, আমি চাই তুমি আমার টিমের হয়ে খেলো। মুম্বাই ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে পরিস্থিতি পাল্টে যায় এবং খেলতে পারিনি বলে মন করেছেন পাক খেলোয়াড়।
Yasir Arafat on KKR pic.twitter.com/SZb1uYXUQ5
— RVCJ Media (@RVCJ_FB) June 11, 2021
https://platform.twitter.com/widgets.js
পাক অলরাউন্ডার এও বলেন যে শাহরুখ খান লন্ডনে এসে তাকে কনট্রাক্ট এর অফার করেছিলেন। অবশ্য পাক খেলোয়াড়ের দাবি কতটা সত্য তা নিয়ে সন্দেহ রয়েছে। অনেকের এও দাবি, পাক খেলোয়াড়রা চর্চায় আসার জন্য ভারতের সাথে নিজেদের কোনো না কোনোভাবে যুক্ত করে মন্তব্য করে থাকে। তবে এমন চাঞ্চল্যকর মন্তব্য সঠিক কিনা তা নিয়ে স্বয়ং শাহরুখ খান কোনো বিবৃতি জারি করেননি।
The post “আমাকে KKR এর হয়ে খেলার অফার দিয়েছিলেন শাহরুখ খান”- পাক খেলোয়াড়ের মন্তব্যে ছড়াল চাঞ্চল্য first appeared on India Rag .from India Rag https://ift.tt/3pQJ28F
Bengali News