বহরাইচঃ উত্তর প্রদেশের বহরাইচ জেলায় দেড় বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত পুলিশের এনকাউন্টারের শিকার হল। মঙ্গলবার ধর্ষণে অভিযুক্ত পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করছিল, সেই সময় পুলিশ তাঁর পায়ে গুলি করে দেয়।
বহরাইচ জেলার কোতওয়ালি নানপাড়া এলাকার একটি গ্রামে দেড় বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে সোমবার গ্রেফতার করা হয়েছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শিশুটিকে ঘুমন্ত অবস্থায় তাঁর মার কাছ থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল অভিযুক্ত।
এরপর সে ওই শিশুটিকে গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে। ঘটনার খবর পেতেই গ্রামবাসীরা তাঁকে বেধড়ক মারধোর করে। অপহরণ করা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। শিশুটির দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।
শিশুটির বাবার অভিযোগে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি ধারা ৩৭৬ এবং পকসো আইনে FIR দায়ের করেছে। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে যখন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তৎপর হয়ে সঙ্গে সঙ্গে তাঁর পায়ে গুলি করে। পুলিশের গুলিতে আহত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
#BahraichPolice नाबालिग बच्ची से रेप व हत्या जैसा जघन्यतम अपराध करने वाला अभियुक्त भागने की कोशिश मे पुलिस मुठभेड़ में गिरफ्तार। #UPPolice @Uppolice @AdgGkr @digdevipatan @JagranNews @Live_Hindustan @AmarUjalaNews @News18UP @bstvlive @ZEEUPUK pic.twitter.com/h1omjcghZ1
— BAHRAICH POLICE (@bahraichpolice) June 22, 2021
https://platform.twitter.com/widgets.js
The post দুধের শিশুকে ধর্ষণ করে পালাচ্ছিল দুষ্কৃতী, এনকাউন্টার করল যোগীর পুলিশ first appeared on India Rag .from India Rag https://ift.tt/3gNEiMY
Bengali News