-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভগবত পাঠ হিজড়াদের কাজ! হিন্দুধর্মকে অপমান আম-আদমি পার্টির নেতা গোপালা ইতালিয়ার

- June 25, 2021

নিজেকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলার জন্য সেক্যুলার ইমেজ তৈরী করা যেন অবশ্য কর্তব্য। তবে এখানে সেক্যুলার ইমেজ তৈরীর নামে হিন্দু ধর্মকে নিশানা করে কুৎসা করা এবং সনাতন ধর্মীয় রীতিনীতিকে অপমান করাই মূল লক্ষ্য বলে পরিলক্ষিত হচ্ছে।

সেই তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করেছেন আম আদমি পার্টির নেতা গোপালা ইতালিয়া। তাঁর বেশ কয়েকটি পুরানো ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে যেখানে ব্রাহ্মণ জাতি এবং হিন্দু ধর্মীয় আচার আচরণকে অপমান করা হয়েছে।

ভিডিওতে আপ নেতা ইতালিয়া বলেছেন, “আমার বক্তব্য যদি আপনি পছন্দ না করেন তবে আমাকে ব্লক করুন এবং চলে যান কারণ আমার আপনার প্রয়োজন নেই অবৈজ্ঞানিক সম্মত ও অপ্রয়োজনীয় সত্যনারায়ণ কথা, ভগবদ্ কথাসহ অন্যান্য অকেজো জিনিসগুলিতে অর্থ এবং সময় ব্যয় করা।

যেসব ব্যক্তি এসব করে তারা এর মাধ্যমে কী লাভ করবে তা তারা নিজেরাও জানে না। তারা নিজের পাশাপাশি অন্য মানুষের সময়ও নষ্ট করে। আমরা যদি এ জাতীয় অকেজো জিনিসগুলিতে ৫ পয়সাও ব্যয় করি তবে সমাজে বেঁচে থাকার আমাদের অধিকার নেই।”

https://platform.twitter.com/widgets.js

এর পাশাপাশি হরিনাম সংকীর্তন এবং বিভিন্ন ধরনের পাঠের অনুষ্ঠানে যোগদানকারী ব্যক্তিদের ‘হিজড়া’ বলে অপমান করেছেন। তাঁর দাবি, ওইসব ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ হিজড়াদের মতো হাততালি দেয় এবং সাধুসন্তরা আজেবাজে অযৌক্তিক কথাবার্তা বলেন। তবে এই ভাইরাল ভিডিওগুলি প্রসঙ্গে এখনও অবধি গোপালা ইতালিয়ার কোন‌ও মন্তব্য পাওয়া যায়নি।

The post ভগবত পাঠ হিজড়াদের কাজ! হিন্দুধর্মকে অপমান আম-আদমি পার্টির নেতা গোপালা ইতালিয়ার first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3qpBbzi
Bengali News
 

Start typing and press Enter to search