-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিধানসভা নির্বাচনের পর লালবাজার ঘেরাও করে প্রথম বড় কর্মসূচি পালনের পথে বিজেপি

- June 25, 2021


কলকাতাঃ কসবার ভুয়ো টিকা কাণ্ডে তৃণমূলের (All India Trinamool Congress) বিরুদ্ধে কোমর বেঁধে নামতে চলেছে বিজেপি (Bharatiya Janata Party)। এদিন বিজেপির নেতা সায়ন্তন বসু এই কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। বিজেপির তরফ থেকে কসবার ভুয়ো টিকা কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন দেবের সঙ্গে একাধিক তৃণমূল নেতা-মন্ত্রীর ছবি জারি করে তৃণমূলের সঙ্গে যোগসাজেশ প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। আর এদিন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কলকাতায় বিক্ষোভও দেখিয়েছে বিজেপি।

সায়ন্তন বসু আর বিধায়ক অগিমিত্রা পালের উপস্থিতিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। তবে পুলিশ তাঁদের জমায়েত উঠিয়ে দেয়। এরপরই কলকাতা পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বসেন সায়ন্তনবাবু। তিনি বলেন, ‘আমাদের আটকানো যাবে না। আগামী মাসেই আমরা এক লক্ষ মানুষ নিয়ে লালবাজার ঘেরাও করব। দেখি মুখ্যমন্ত্রী আমাদের কীভাবে আটকাতে পারেন।” সায়ন্তনবাবু আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না।”

সায়ন্তনবাবু বলেন, ‘জাল টিকা নিয়ে কারোর প্রাণ গেলে তৃণমূল কেন্দ্রের উপর দোষ চাপিয়ে দিত। বলত কেন্দ্র ভুয়ো টিকা পাঠিয়েছে বলে মৃত্যু হয়েছে। এই কাণ্ডে তৃণমূলের অনেক নেতা মন্ত্রীরা জড়িত। তাই সিবিআই তদন্ত করে আসল ঘটনা সামনে আনা হোক।” আরেকদিকে, এদিন শুভেন্দু অধিকারী, হিরণ চট্টোপাধ্যায় এবং বিজেপির সাংসদ সুভাষ সরকার স্বাস্থ্যভবনে যান। সেখানে গিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘এটা বিশাল বড় একটা চক্রান্ত। তাই এই মামলায় কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানো উচিৎ।”

শুভেন্দুবাবু বলেন, জাল টিকা নিয়ে এখনও কারোর মৃত্যু হয়নি। যদি কারোর প্রাণ যেত, তাহলে তৃণমূল আর মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর দোষ চাপিয়ে দিত। ওঁরা বলত মোদীজি ভ্যাকসিন পাঠিয়ে, সেই ভ্যাকসিন নিয়ে এমন হয়েছে। এই কাণ্ডের তদন্ত করতেই হবে। বিরোধী দলনেতা এই কাণ্ডে শাসক দলের নেতা-মন্ত্রীরা জড়িয়ে আছেন বলে অভিযোগ করেছেন।

The post বিধানসভা নির্বাচনের পর লালবাজার ঘেরাও করে প্রথম বড় কর্মসূচি পালনের পথে বিজেপি first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3wVVEy5
Bengali News
 

Start typing and press Enter to search