কলকাতাঃ রাজীব ব্যানার্জী (Rajib Banerjee) যখন তৃণমূলে (All India Trinamool Congress) ছিলেন, তখন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁকে নিয়ে একাধিক পোস্টার লাগানো হয়েছিল। সেই পোস্টারে লেখা ছিল ‘আমরা দাদার অনুগামী”। দিন বদলেছে, রাজীব তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ভোটে লড়ে হেরেওছেন। আর ভোটে হেরে বিস্ফোরক পোস্ট করে তৃণমূলে ফেরার ইঙ্গিতও দিয়েছেন। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে যেই রাজীব ব্যানার্জীকে নিয়ে ভালো ভালো পোস্টার পড়ত। এখন তাঁকেই ‘মীরজাফর” ঘোষণা করে পোস্টার পড়ছে।
মঙ্গলবার রাজীবের বিস্ফোরক পোস্টের পর বুধবার সকালে ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়ল। ওই পোস্টার তৃণমূল কর্মীদের দ্বারাই লাগানো হয়েছে বলে জানা যাচ্ছে। পোস্টারে লেখা রয়েছে, ‘তৃণমূল কর্মীদের উপর যে অত্যাচার, মিথ্যা মামলা যেই মীরজাফর গদ্দারের নেতৃত্বে হয়েছিল, তাঁদের এই বাংলায় ঠাঁই নেই।”
পোস্টারে আরও লেখা হয়, ‘মমতা ব্যানার্জীর কাছে তৃণমূল কংগ্রেস কর্মীদের একান্ত অনুরোধ তাঁদের এই বাংলায় ঠাঁই না দেওয়া হোক।” নিচে লেখা হয়েছে ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস। এই পোস্টার সামনে আসার পর চারিদিকে চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে রাজীব ব্যানার্জী ঘরে-বাইরে ঘিরে রয়েছেন। একদিকে বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ মঙ্গলবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করেছেন। আরেকদিকে, তৃণমূলের কর্মীরাও এখন রাজীবকে আর দলে ফিরিয়ে নিতে চায়না।
উল্লেখ্য, মঙ্গলবার রাজীব ব্যানার্জী একটি টুইট করে লিখেছিলেন, ‘সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ওন মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লী আর ৩৬৫ ধারার জুজু দেকালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের সকলের উচিৎ রাজনীতির উর্দ্ধে কোভিড ও ইয়াস এই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।” রাজীব ব্যানার্জীর এই টুইটের পরই ওনার দলবদল নিয়ে জল্পনা শুরু হয়।
— Rajib Banerjee (@RajibBanerjeeWB) June 8, 2021
https://platform.twitter.com/widgets.js
The post গদ্দার-মীরজাফদের এই ঠাঁই নেই, রাজীব ব্যানার্জীর বিরুদ্ধে এলাকাজুড়ে পোস্টার লাগাল তৃণমূল first appeared on India Rag .from India Rag https://ift.tt/3w5MTRG
Bengali News