-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

হিন্দু ধর্মে ফিরে আসতে চাই আদিত্য থেকে আব্দুল হওয়া যুবক! কিছু বছর আগে করেছিল ধৰ্ম পরিবর্তন

- June 25, 2021

ধৰ্ম পরিবর্তনকারী গ্যাং এর পাল্লায় পড়ে আদিত্য গুপ্তা থেকে আব্দুল কাদিরের কাহিনী পুরো দেশকে অবাক করেছিল। India Rag এর পাঠকদেরও আমরা ঘটনাটি জানিয়েছিলাম। এখন ওই ঘটনা প্রসঙ্গে বড়ো আপডেট সামনে এসেছে। প্রথমত যারা ঘটনা সম্পর্কে জানেন না তাদের জানিয়ে দি, কানপুরের মূক ও বধির যুবক আদিত্য গুপ্তা দিল্লির ধর্মান্তরন গ্যাং এর শিকার হয়েছিল এবং ধৰ্ম পরিবর্তন করে।

ধৰ্ম পরিবর্তনের পর আদিত্য ঘরে ফিরে তখন সে আব্দুল্লাহ নাম গ্রহণ করে। বাড়িতে লুকিয়ে ৫ বার নামাজ পাঠ পর্যন্ত শুরু করেছিল এই যুবক। জানা গেছে, আদিত্য গুপ্তার আবদুল্লাহ হওয়ার যাত্রা স্কুলজীবন থেকেই শুরু হয়েছিল। বহু বছর ধরে, ধর্মান্তরকরণের সঙ্গে যুক্ত লোকজন বহুদিন ধরে তার ব্রেন ওয়াশ করার কাজ করে যাচ্ছিল।

উত্তরপ্রদেশ ATS ধৰ্ম পরিবর্তনকারী গ্যাং এর দুজনকে গ্রেফতার করলে পুরো বিষয়টির পর্দাফাঁস হয়। জানা গেছে ওই গ্যাং প্রায় ১০০০ জনের ধৰ্ম পরিবর্তন করিয়ে তাদের ইসলাম কবুল করিয়েছিল। কানপুরের ঘটনার ক্ষেত্রে আদিত্য গুপ্তা থেকে আব্দুল কাদির হওয়া যুবক এখন নিজের মন পরিবর্তন করেছে এবং সনাতন হিন্দু ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। যুবক লিখিতভাবে জানিয়েছে যে সে পবিত্র হিন্দু ধর্মে ফিরে আসতে চাই। তবে তার এই মন পরিবর্তনের অতি সহজেই হয়নি।

যুবকের মনের এই পরিবর্তন (স্ব ধর্মে ফিরে আসার ইচ্ছা) তার এক কাউন্সিলিং এর পর হয়। যার পুরো বন্দোবস্ত সুরক্ষা এজেন্সি কর্তৃপক্ষ করেছিল। কাউন্সিলিং এর অর্থ যুবককে ব্রেন ওয়াশের দরুন তার মনে যেসব ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছিল তা ধীরে ধীরে ভেঙে ফেলা।

এই কাউন্সিলিং পক্রিয়া একেবারে সফল হয়েছে। জানা গেছে দুই ধৰ্ম সম্পর্কে জানা এক বিশেষজ্ঞ এক কাউন্সিলিং করেছেন। বিশেষজ্ঞ কট্টরপন্থীদের দ্বারা ব্রেন ওয়াশ করা সমস্ত ভুল ধারনা যুবকের মন থেকে দূরে করেন এবং তাকে হিন্দু ধর্মের পবিত্র স্মরণ করিয়ে দেন। যার দরুন যুবক নিজের ধর্মে ফিরে আসতে ইচ্ছা প্রকাশ করেছে।

The post হিন্দু ধর্মে ফিরে আসতে চাই আদিত্য থেকে আব্দুল হওয়া যুবক! কিছু বছর আগে করেছিল ধৰ্ম পরিবর্তন first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3qsPQtO
Bengali News
 

Start typing and press Enter to search