সোশ্যাল মিডিয়ায় সাইফ আলি খানের বেগমজান কারিনা কাপুর খানকে বয়কট করার দাবি তীব্র হয়ে উঠেছে। মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে #BoycottKareenaKhan টপ ট্রেন্ডিংয়ে রয়েছে। আসলে বেশকয়েকদিন ধরে এক খবর আসছে যে, তৈমুরের আম্মি করিনা খানকে রামায়ণ সংক্রান্ত এক সিনেমায় মা সীতার চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রচার হতেই তৈমুরের আম্মির ব্যাপক বিরোধিতা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া ইউজাররা বলেছেন, এটা সেই কারিনা কাপুর খান যিনি কাঠুয়া কান্ডের সময় হাতে প্লেকার্ড নিয়ে নিজেকে ‘লজ্জিত হিন্দু’ বলে প্রচার চালাচ্ছিল। কিছু নেটিজন বলেছেন, “একবার ভাবুন যে নিজের ছেলের নাম ইসলামিক লুটেরা নামে রেখেছে তাকে মাতা সীতার রোল দেওয়া হচ্ছে।”
Told u all on 9th June
#KareenaKapoorKhan #BoycottKareenaKhan pic.twitter.com/kY30ctVnk3
— Nandini Idnani
(@idnani_nandini) June 12, 2021
https://platform.twitter.com/widgets.js
কারিনা কাপুর খানের স্বামী সাইফ আলি খান তান্ডব ওয়েব সিরিজে হিন্দুদের ধার্মিক অনুভূতিকে আহত করেছে বলেও অভিযোগ উঠেছে। কিছু সোশ্যাল মিডিয়া ইউজার দাবি করেছেন, করিনা কাপুর খানকে মাতা সীতার রোলের পরিবর্তে সুর্পনখার রোল দেওয়া হোক। নেটিজনদের সাফ কথা, তৈমুরের আম্মি কারিনা কাপুরকে দেওয়া যাবে না মাতা সীতার রোল।
Who can play role of Mata Sita perfectly?
RT for Kangana. Like for Kareena pic.twitter.com/CZnuBHNaDy
— Shahcastic – Mota bhai
(@shahcastic) June 12, 2021
https://platform.twitter.com/widgets.js
খবর এও এসেছে যে কারিনা কাপুর খান মাতা সীতার রোলের জন্য নিজের ফিস বাড়িয়ে দিয়েছেন। নেটিজনদের দাবি, কারিনা কাপুর খানের সেই যোগ্যতা নেই যে পবিত্র মাতা সীতার রোল তাকে দেওয়া যাবে। অনেকে আবার কারিনাকে বাদ দিয়ে কঙ্গনাকে মাতা সীতার ভূমিকায় দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। কেউ কেউ হুমকি পর্যন্ত দিয়েছেন যে মাতা সীতার রোল কারিনা খানকে দেওয়া হলে তারা বিরোধ প্রদর্শনে নামবে।
The post “তৈমুরের আম্মিকে দেওয়া যাবে না মা সীতার রোল”- কারিনা খানকে বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায় first appeared on India Rag .from India Rag https://ift.tt/2TjVBxf
Bengali News