দেশের রাজধানী দিল্লীর বিভিন্ন প্রান্তে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গারা নিজেদের ঘাঁটি বসাতে শুরু করেছে। একদিকে যখন বিশ্বের মুসলিম দেশগুলি রোহিঙ্গাদের গ্রহণ করতে অস্বীকার করছে তখন ভারতের ধান্দাবাজ রাজনৈতিক নেতারা জনগণের টাকায় রোহিঙ্গাদের সমস্তরকম সুযোগ সুবিধা দিতে লেগে পড়েছে। যে সুবিধা একজন ভারতীয় পেতে গিয়ে হিমশিম খাচ্ছে সেই সমস্ত সুবিধা অনায়াসে পাচ্ছে বহিরাগত রোহিঙ্গারা।
সম্প্রতি কালিন্দি কুঞ্জের পাশে মদনপুর খাদের কাছে রোহিঙ্গাদের সবথেকে বড়ো বস্তিতে আগুন লাগে। যার ফলস্বরূপ প্রায় ৫৬ টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঝুপড়ি পুড়ে যাওয়ার ২ দিনের মাথায় রোহিঙ্গাদের জন্য নতুন থাকার ব্যবস্থা, রেশনের ব্যাবস্থা করে কেজরিওয়াল সরকার।
রোহিঙ্গাদের ঘর বাড়ি পুড়ে যাওয়ায় কেজরিওয়াল সরকারের মন এতটাই গলে যায় যে, সরকারি তহবিল থেকে রোহিঙ্গাদের প্রতি পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। একই সাথে পরে আরও সাহায্য করা হবে বলে পতিশ্রুতি দেওয়া হয়। এখন লক্ষণীয় বিষয়, দিল্লির মজনুটিলায় ২০১৩ সাল থেকে ১৪৫ জন হিন্দু শরণার্থী পরিবার বাস করছে।
হাজার বার আবেদন করা সত্ত্বেও হিন্দু শরণার্থী পরিবারগুলির কাছে পৌঁছায়নি বিদ্যুৎ পরিষেবা। রেশন বা অন্যান্য সুবিধা পাওয়া তো অনেক দূরের কথা। এমতো অবস্থায় প্রশ্ন উঠা স্বাভাবিক যে, সরকারি টাকা কিসের যুক্তিতে দেশের জন্য বিপদজনক রোহিঙ্গাদের পেছনে খরচ করা হচ্ছে। আর কেনই বা হিন্দু শরণার্থীদের সেই সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে না।
The post রোহিঙ্গারা পেল ১০ হাজার করে টাকা, হিন্দু শরণার্থীদের জন্য ঘোড়ার ডিম! তোষণ নীতিতে মাতল কেজরিওয়াল first appeared on India Rag .from India Rag https://ift.tt/2Sdtwrj
Bengali News