পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগান দিয়েছিল তৃণমূলের নেতা কর্মীরা। তৃণমূলের নেতা কর্মীরা দাবি করেছিল যে অত্যন্ত ভয়াবহ খেলা হবে। এখন সেই খেলার আসল রূপ সামনে আসতে শুরু হয়েছে। একের পর বিজেপি কর্মীদের হত্যার ঘটনা সামনে আসতে শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগে উঠেছে।
সোশ্যাল মিডিয়াএ মাধ্যমে একের পর এক ভিডিও সামনে আসছে। যেখানে বাড়ি ঘর জ্বালানোর দৃশ্য, ভাঙ্গচুর, মহিলা নির্যাতনের স্পষ্ট ছবি প্রকাশ পাচ্ছে। যদিও রাজ্যের মেইন স্ট্রিম মিডিয়া সরকারি বিজ্ঞাপনের লোভে সমস্ত খবর ধামাচাপা দিচ্ছে বলে অভিযোগ। এসবের মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) পশ্চিমবঙ্গের অশান্তি নিয়ে মুখর হয়েছে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ পশ্চিমবঙ্গের অশান্তির কড়া নিন্দা জানিয়েছে। একই সাথে রাজ্যে শান্তি স্থাপনের উদ্যেশ্যে যথাসম্ভব পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছে। শুক্রবার দিন RSS এর সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবালে বলেন, আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাই তারা যেন রাজ্যে শান্তি স্থাপনের জন্য পদক্ষেপ নেয়।
RSS condemns this gruesome violence in severest terms.https://t.co/3kFxAftEk2
— RSS (@RSSorg) May 7, 2021
https://platform.twitter.com/widgets.js
দত্তাত্রেয় হোসাবালে আরো বলেন, পশ্চিমবঙ্গে সমাজবিরোধী শক্তি মহিলাদের সাথে খারাপ ব্যবহার করেছে এবং নির্দোষ লোকজনকে হত্যা করেছে। এই কারণে বহু মানুষ ঘর ছাড়া হয়ে অন্যত্র শরণ নিচ্ছে। কোচবিহার থেকে সুন্দরবন সর্বত্র ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত জানিয়ে দি, পশ্চিমবঙ্গের অশান্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক চিন্তা জাহির করে রাজ্যে এক টিম প্রেরণ করেছে। যদিও এখনও অবধি রাজ্যে শান্তি স্থাপনের উদ্যেশ্যে তেমন কড়া পদক্ষেপ চোখে পড়েনি।
The post পশ্চিমবঙ্গের অশান্তি নিয়ে গর্জে উঠল RSS! কেন্দ্রের কাছে করল কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3h9N35P
Bengali News