কানপুরঃ উত্তর প্রদেশের কানপুরের একটি মন্দির চত্বরে বসে বিরিয়ানি বিক্রির মামলায় পুলিশ ৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এই মামলা চম্পতগঞ্জের প্রাচীন শিব মন্দিরের। সেখানে এক বিশেষ সম্প্রদায়ের মানুষ তথাকথিত ভাবে মন্দিরের উপর কবজা করে রেখেছে আর মাংসের বিরিয়ানি বিক্রি করছে।
थाना बजरिया में मंदिर के चबूतरे पर बिरयानी की दुकान खोलने के प्रकरण में की गयी कार्यवाही के सम्बन्ध में पुलिस उपायुक्त, पश्चिम द्वारा दी गयी बाईट। @Uppolice pic.twitter.com/qbpEK57pZg
— POLICE COMMISSIONERATE KANPUR NAGAR (@kanpurnagarpol) May 27, 2021
https://platform.twitter.com/widgets.js
ঘটনার কথা জানতে পেরে পৌরপিতা প্রমীলা পাণ্ডে তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের কাছে মন্দির চত্বর থেকে বিরিয়ানির দোকান সরিয়ে দকানের মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। কানপুরের পুলিশ কমিশনার জানান, এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং সেখান থেকে অবৈধ দোকান সরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখনীয় মুসলিম বহুল এলাকা চম্পতগঞ্জ পরিদর্শনে যাওয়ার পর প্রমীলা পাণ্ডের নজরে আসে বিষয়টি। তিনি বুধবার ২৬ মে ওই এলাকা একটি প্রাচীন মন্দির ভেঙে ফেলা হচ্ছে খবর পেয়ে সেখানে পুলিশের টিম নিয়ে পৌঁছান। আর তখন তিনি দেখেন যে, শিব মন্দির চত্বরে একটি দোকান লাগিয়ে বিরিয়ানি রান্না হচ্ছে আর বিক্রি করা হচ্ছে।
এই ঘটনা দেখে প্রমীলা পাণ্ডে তীব্র নিন্দা করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি তোলেন। এরপর মহম্মদ সিরাজ, মহম্মদ নূর আলম আর মহম্মদ ফরীদের বিরুদ্ধে ধার্মিক ভাবাবেগে আঘাত করার অভিযোগে মামলা দায়ের হয়।
The post প্রাচীন শিবমন্দির চত্বরে বিরিয়ানি রান্না করে বিক্রি করছিল সিরাজ আর তাঁর বন্ধুরা, FIR দায়ের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3vxhCaf
Bengali News