কলকাতাঃ শুক্রবার ইয়াস বিধ্বস্ত বাংলার পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। কলাইকুণ্ডা বিমানবন্দরে ওনাকে স্বাগত জানানোর জন্য রাজ্যর কোনও প্রতিনিধি ছিলেন না বলে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এমনকি বিজেপির তরফ থেকে এও অভিযোগ করা হয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) প্রায় ৩০ মিনিট প্রধানমন্ত্রীকে অপেক্ষা করিয়ে রেখেছিলেন। এবার সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি একটি সাংবাদিক বৈঠক করে বলেন, আমার সফরসূচির ঘোষণার পর জানতে পাড়ি প্রধানমন্ত্রী কলাইকুণ্ডায় আসছেন। আমাকে সাগরে ২০ মিনিট অপেক্ষা করতে বলেছিলন প্রধানমন্ত্রীর দফতর। আমি ২০ মিনিট অপেক্ষাও করেছি। আমাকে বলা হয়েছিল প্রধানমন্ত্রীর চপার নামার পর আমাকে অনুমতি দেওয়া হবে। আমি সেখানে পৌঁছে দেখি প্রধানমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, আমরা সেখানে পৌঁছনর পর আমাদের অপেক্ষা করতে বলা হয়। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষার পর আমি প্রধানমন্ত্রীর সঙ্গে ১ মিনিটের জন্য দেখা করার অনুরোধ করি। SPG কে বিবেক সহায় বলেন মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন, এরপর এসপিজি বিবেকবাবুকে বলেন ১ ঘণ্টা থাকতে বলুন। এরপর কনফারেন্স রুমে গিয়ে দেখি রাজ্যপাল, বিরোধী দলনেতা, কেন্দ্রীয়মন্ত্রীরা রয়েছেন। আমি জানতাম প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক। কিন্তু সেখানে গিয়ে অন্য চিত্র দেখি।
বিজেপির নেতাদের মাঝে আমি একা। সৌজন্য বজায় রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি, ওনাকে বলি আমাকে দিঘা যেতে হবে। এরপর আমি ওনাকে রিপোর্ট দিই আর বলি, আপনার অনুমতি নিয়ে আমি দিঘায় যাচ্ছি। এখানে আমার দোষ কোথায়?
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বাংলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পা পর্যন্ত ছুঁতে পাড়ি। কিন্তু এভাবে অপমান করবেন না। বাংলাকে বদনাম করবেন না। আপনারা নিজেদের হার মেনে নিতে পারছেন না। প্রথম থেকে সংঘাত করে চএলছেন। নেতাজির অনুষ্ঠানে আমার সঙ্গে কি করা হয়েছিল সেটা সবাই দেখেছে। কোভিড নিয়ে ডাকা বৈঠকেও আমাকে বলতে দেওয়া হয়নি।
The post আগে জানতাম না প্রধানমন্ত্রী আসছেন! ইয়াস রিভিউ বৈঠক নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা first appeared on India Rag .from India Rag https://ift.tt/3wLTiSb
Bengali News