-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

৩৪ শতাংশ মুসলিম প্রদেশ অসমে বন্ধ হতে চলেছে ‘গো হত্যা” আর ‘লাভ জিহাদ”, বিল আনছে হিমন্ত সরকার

- May 22, 2021

গুয়াহাটিঃ অসমে আরও একবার গো হত্যা বিরোধী বিল নিয়ে আবহাওয়া গরম। রাজ্যপাল জগদীশ মুখী শনিবার বড় বয়ান দিয়ে বলেন, রাজ্য সরকার আগামী বিধানসভা অধিবেশনে গো সংরক্ষণ বিল পেশ করতে পারে। সূত্রের খবর অনুযায়ী, এই বিল নিয়ে বিধানসভায় তুমুল হাঙ্গামা হতে পারে।

অসমের রাজ্যপাল জগদীশ মুখী শনিবার বলেন, গরু রাজ্যের বাইরে সরবরাহ করায় নিষেধাজ্ঞা জারি করতে রাজ্য সরকার আগামী বিধানসভা অধিবেশনে গো সংরক্ষণ বিল পেশ করতে পারে। রাজ্যপাল অসমের ১৫ তম বিধানসভার গঠনের আগে শেষ অধিবেশনে বক্তব্য পেশের সময় বলেছিলেন, মানুষ গরুকে পবিত্র মানে আর তাঁর পুজো করে।

অসমের রাজ্যপাল জগদীশ মুখী বলেন, আমি আপনাদের এটা বলে খুব খুশি হচ্ছি যে, রাজ্যের সরকার আগামী বিধানসভা অধিবেশন গো সংরক্ষণ বিল পেশ করার পরিকল্পনা নিয়েছে। প্রস্তাবিত বিলে গরুকে রাজ্যের বাইরে পাঠানোয় নিষেধাজ্ঞা জারি হবে।

রাজ্যপাল জগদীশ মুখী বলেন, সরকার গরুদের সুরক্ষা আর গরুর প্রতি হিংসাত্মক ঘটনা বরদাস্ত করবে না। আর অসমের বাইরে গরু নিয়ে যাওয়া বন্ধ করতে সরকার আইন বানাবে। তিনি বলেন, গরুকে মানুষ পবিত্র মানে, কারণ গরু জীবনদায়ী দুধ দেয় আমাদের। এছাড়াও অসমে লাভ জিহাদ বিরোধী বিল আনবে সরকার। অসমের বিধানসভার নির্বাচনের আগে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, বিজেপি আবার ক্ষমতায় ফিরলে ‘লাভ জিহাদ” নিষিদ্ধ ঘোষণা করবে।

The post ৩৪ শতাংশ মুসলিম প্রদেশ অসমে বন্ধ হতে চলেছে ‘গো হত্যা” আর ‘লাভ জিহাদ”, বিল আনছে হিমন্ত সরকার first appeared on India Rag .

from India Rag https://ift.tt/2RxFLia
Bengali News
 

Start typing and press Enter to search