সবংঃ শনিবার ভয়ঙ্কর এক বিস্ফোরণে উড়ে গেল শাসক দলের কর্মীর বাড়ির পাশে থাকা গোয়াল ঘরের চাল। এই বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর তৃণমূল আর বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের উত্তর নিমকিতে এই বিকট বিস্ফোরণটি হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সুত্র অনুযায়ী, বাদল নামের এক তৃণমূল কর্মীর বাড়ির পাশেই এই বিস্ফোরণটি হয়েছে। বাদল প্রধানের বাড়ির পাশেই ছিল তাঁর গোয়ালঘর। সেখানেই এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আওয়াজ পেয়ে আতঙ্কিত এলাকাবাসী বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসে।
বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, এলাকায় সন্ত্রাস এবং ভয়ের আবহ সৃষ্টি করার জন্য তৃণমূলের কর্মী বাড়িতে বোমা মজুত রেখেছিল। আরেকদিকে, তৃণমূলের দাবি বিজেপি তাঁদের কর্মীকে ফাঁসানোর জন্য তাঁর বাড়ির গোয়াল ঘরে বোমা রেখে এসেছিল। বিস্ফোরণের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। যদিও, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।
The post তৃণমূল কর্মীর গোয়াল ঘরে মজুত ছিল বোমা, বিকট বিস্ফোরণে উড়ল চাল first appeared on India Rag .from India Rag https://ift.tt/2Sjg5pv
Bengali News