পশ্চিমবঙ্গ ভোটের ফলাফল বেরিয়ে আসতেই যে হিংসা ছড়িয়ে পড়েছে তা নিয়ে সংবাদ মাধ্যমগুলি নিশ্চুপ থাকলেও সোশ্যাল মিডিয়া পুরো বিশ্বের কাছে খবর পৌঁছে দিয়েছে। রবিবার ২ তারিখ মমতা ব্যানার্জীর পার্টি তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর থেকে রাজ্যজুড়ে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।
বহু বিজেপি কর্মীর বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার খবর সামনে এসেছে। একই সাথে বেশকিছু মৃত্যু সাথে ধর্ষণের অভিযোগও সামনে এসেছে। লক্ষণীয়, বিজেপি নেতারা এই হিংসার বিরোধিতা করে ধর্ণায় বসেছেন। যদিও বেশিরভাগ শুভচিন্তক মানুষের দাবি, ধর্নায় বসে কোনো লাভ নেই বরং কড়া পদক্ষেপের প্রয়োজন রয়েছে।
পশ্চিমবঙ্গের এই অশান্তির দরুন বহু হিন্দু ঘর ছাড়া এবং অনেকের খুন হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে আয়ারল্যান্ড এ বসবাসরত হিন্দুরা প্রতিবাদ জানিয়েছে। একই সাথে নাইজেরিয়ার হিন্দুরাও মমতার বিরুদ্ধে গর্জে উঠেছে।
Voice from Ireland#MamtaStopViolence pic.twitter.com/BGokhth1no
— Kapil Mishra (@KapilMishra_IND) May 8, 2021
https://platform.twitter.com/widgets.js
মমতার বিরোধিতা জানিয়ে প্লেকার্ড নিয়ে তাদের তারা বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। প্লেকার্ডে ‘HINDU LIVES MATTER”‘, এর মতো বক্তব্য দেখা গেছে। আয়ারল্যান্ড , নাইজেরিয়া ছাড়া মেলবোর্নেও হিন্দুরা মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে।
Hindus in Nigeria are saying #MamtaStopViolence pic.twitter.com/icgsSXzz3b
— Kapil Mishra (@KapilMishra_IND) May 8, 2021
https://platform.twitter.com/widgets.js
এর আগে বাংলাদেশের বিভিন্ন হিন্দু সংগঠনগুলি মমতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। ঢাকা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের হিন্দু সংগঠনগুলি মমতার কুশপুতুল পুড়িয়েছে।
পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা ও হিন্দু নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ ঢাকা প্রেসক্লাবের সামনে মমতা-বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধ হিন্দুরা।
পাশাপাশি আরেক টি আওয়াজ
জয় শ্রী রামpic.twitter.com/zDfvP2AybL
— VHP (@BangladeshVhp) May 8, 2021
https://platform.twitter.com/widgets.js
একই সাথে মমতার বিরুদ্ধে শ্লোগান দিতেও দেখা গেছে বাংলাদেশের হিন্দুদের।
The post “হিন্দুদের প্রানের মূল্য আছে”- মমতার বিরুদ্ধে গর্জে উঠল আয়ারল্যান্ড ও নাইজেরিয়ার হিন্দুরা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3ev9mRL
Bengali News