কলকাতাঃ শুক্রবার সকাল সোয়া এগারোটা থেকে শুরু হয় নারদা মামলার শুনানি। হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দল এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়। দুই বিচারপতির মধ্যে অন্তবর্তী জামিন নিয়ে মতভেদও হয়। অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করলেও রাজেশ বিন্দল জামিনের বিরোধিতা করেন। জামিন মঞ্জুর নিয়ে জটিলতা শুরু হয়েছে। তাই আপাতত জেল হেফাজত থেকে মুক্তি পেলেও হাউস অ্যারেস্টেই থাকতে হবে চার নেতাকে।
আদালত সুত্র অনুযায়ী, কোনও মামলায় যদি দুই বিচারপতির মধ্যে মতভেদের সৃষ্টি হয়, তখন সেই মামলাটিকে বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়। ওই বৃহত্তর বেঞ্চে টি থেকে পাঁচ জন বিচারপতি থাকেন। নারদ মামলাও এবার বৃহত্তর বেঞ্চে যাবে বলে জানা যাচ্ছে।
আরেকদিকে, মদন মিত্র, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের গৃহবন্দি থাকার নির্দেশে স্থগিতাদেশ চেয়েছেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। দুপুর ১২ টা পর্যন্ত নারদ মামলা সম্পূর্ণ শুনানি শেষ হয়নি। মামলার শুনানির শেষে বিচারপতি কি নির্দেশ দেন সেটাই এখন দেখার বিষয়।
The post বিচারপতিদের মতবিরোধে অথৈ জলে নারদা মামলা, স্থগিতাদেশ চাইলেন অভিযুক্তদের আইনজীবী first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2QBRmMr
Bengali News