সোমবার সকাল থেকে নারদ কান্ডের ইস্যুতে গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। হেভিওয়েট তৃণমূল নেতাদের গ্রেফতার থেকে শুরু করে জামিন হওয়া অবধি যে নাটকীয় ড্রামা দেখা গেছে তাতে এখন নতুন মোড় দেখা মিলছে। আসলে সোমবার সকালে CBI দ্বারা গ্রেফতার হয়েছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়।
তবে সন্ধ্যের দিকে খবর আসে যে তারা জামিন পেয়েছেন। এতে কিছুটা স্বস্তি পায় তৃণমূল কংগ্রেস। তবে এখন এই ঘটনার নতুন রূপ ধারণ করেছে। কলকাতা হাইকোর্ট নিন্ম আদালতের জামিনের উপর স্থগিতাদেশ জারি করেছে। অর্থাৎ আপাতত জামিন পাচ্ছেন না তৃণমূলের চার নেতা।
প্রাপ্ত খবর অনুযায়ী, চার অভিযুক্তকে প্রেসিডেন্সি জেলে রাখা হবে। বুধবার অবধি জেলেই কাটাতে হবে তৃণমূলের এই নেতাদের। জানিয়ে দি, তৃণমূল নেতাদের জামিনের খবর সামনে আসতেই তৃণমূল সমর্থকরা নিজাম প্যালেসের সামনে অপেক্ষায় জমায়েত হয়।
তবে এখন তৃণমূল কংগ্রেসের উপর যেন বিনা মেঘে বজ্রপাত হয়েছে। তথা জামিনের খবর পাওয়ার পরও এবার কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের দরুন জেলে কাটাতে হবে ফিরহাদ, মদনদের।
The post বিনা মেঘে বজ্রপাত! মিলল না জামিন, বুধবার অবধি জেলে কাটাতে হবে ফিরহাদ, মদনদের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3whHKpx
Bengali News