কলকাতাঃ ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার মুখর হতে দেখা গিয়েছে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়কে। বারবার এই ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে বয়ান দিতেও দেখা গিয়েছে ওনাকে। আর ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখার জন্য বৃহস্পতিবার কোচবিহারেও গিয়েছিলেন তিনি। এরপর শুক্রবার কোচবিহার থেকে তিনি সরাসরি অসমে চলে যান। অসমের ধুবড়ী জেলায় বিজেপির কর্মী-সমর্থকরা যেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন, সেখানে গিয়ে তিনি ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন।
কোচবিহার-অসম পরিদর্শনের পর এবার নন্দীগ্রামে যাওয়া সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল ধনকড়। একুশের নির্বাচনে সবথেকে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা অভিযোগ খতিয়ে দেখার জন্য যাচ্ছেন তিনি। বলে রাখি, নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী জয়ী হলেও, সেই কেন্দ্রের বিজেপির কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
Governor WB Shri Jagdeep Dhankhar will visit post poll violence affected areas @MamataOfficial #Nandigram on May 15, 2021.
Governor will leave tomorrow at 9.15 am from RCTC by BSF Helicopter.
Governor will perform Puja at Janakinath Temple. He will return same day. pic.twitter.com/3ED3lbweBj
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 14, 2021
https://platform.twitter.com/widgets.js
শনিবার সকালেই BSF-এর হেলিকপ্টারে করে নন্দীগ্রামে যাচ্ছেন জগদীপ ধনকড়। সেখানে তিনি একাধিক এলাকা পরিদর্শন করবেন। এরপর তিনি জানকীনাথ মন্দিরেও যাবেন। সেখানে তিনি পুজো দিয়ে আবার শনিবারই কলকাতায় ফিরবেন।
The post হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়াতে কোচবিহার থেকে ফিরে নন্দীগ্রামে যাচ্ছেন রাজ্যপাল first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3hpmJ87
Bengali News