গুয়াহাটিঃ অসমে ভারতের জাতীয় পতাকা অপমান করার মামলায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা অসমের বঙাইগাঁও জেলায় ঘটেছে। সেখানে একদল মানুষ ভারতের জাতীয় পতাকার উপর খাবার খেয়ে ঈদ উদযাপন করছিল। বঙাইগাঁও পুলিশ ঈদের দাওয়াতে ভারতীয় পতাকার অপমান করার অপরাধে ছয়জনকে গ্রেফতার করেছে।
অসহনীয় এনেকুৱা অপমান, দেশৰ জাতীয় পতাকা খনৰ ওপৰত ঈদৰ পাৰ্টি কৰা সকলক আৰক্ষীয়ে যথোচিত বেবেস্থা লব লাগে !বিষয়টো আৰক্ষীৰ দৃষ্টিগোচৰ কৰিলোঁ ! @assampolice @lrbishnoiassam @gpsinghassam pic.twitter.com/9KSDYE3F8L
— চিলনীৰ জীয়েক (@TheSicario5) May 15, 2021
https://platform.twitter.com/widgets.js
বঙাইগাঁও পুলিশ এই ঘটনার বিবরণ দিয়ে জানায়, অভয়পুরী এলাকার টেঙ্গনামারি গ্রামের রেজিনা পারভিন সুলতানার বাড়িতে ১৪ মে ডাইনিং টেবিলে ভারতীয় পতাকার দুর্ব্যবহার করে অপমান করার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য মামলা দায়ের করা হয়েছে।
The persons who dishonoured the Indian National flag by using on dinning table on 14/5/2021 in the house of Miss Rejina Parvin Sultana of Tengnamari village of Abhayapuri alongwith 5 others have been apprehended and a Case has been registered for necessary legal action. pic.twitter.com/6X0XXjUMw8
— Bongaigaon Police (@bongaigaonpolic) May 15, 2021
https://platform.twitter.com/widgets.js
উল্লেখ্য, এর আগে খবর পাওয়া গিয়েছিল যে, ঈদের দিন আহমেদাবাদের জুহাপুরার একটি গোরস্থানে একত্রিত হওয়া মুসলিম জনতা আহমেদাবাদ পুলিশের এক আধিকারিককে ছবি তোলা আর ভিডিও করার অপরাধে মারধর করে। পুলিশ আধিকারিকের মোবাইলও ছিনিয়ে নেয় তাঁরা। আহমেদাবাদ পুলিশ এই ঘটনার পরিপেক্ষিতে মামলাও দায়ের করে। এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
The post টেবিলে ভারতীয় পতাকা পেতে ঈদের দাওয়াত! হিমন্তর রাজ্যে গ্রেফতার রেজিনা পারভিন সহ ছয় first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3w9UzSK
Bengali News