নয়া দিল্লীঃ ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে দেওয়া হবে করোনা ভ্যাকসিন (corona vaccine)- এমনটাই সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। দেশ জুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হতেই আবারও আতঙ্ক ছড়িয়েছে চারিদিকে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা রেকর্ড সীমা পার করে যাচ্ছে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের।
দেশজুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণে লাগাম লাগাতেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগামী ১ লা মে থেকেই ভ্যাকসিন নিতে পারবেন ১৮ ঊর্ধ্ব নাগরিকরা। সেইসঙ্গে রাজ্য সরকার সরাসরি প্রস্তুতকারী সংস্থার কাছ থেকেই ভ্যাকসিন কিনতে পারবে।
Govt of India announces liberalised & accelerated Phase 3 strategy of COVID-19 vaccination from May 1; everyone above the age of 18 to be eligible to get vaccine pic.twitter.com/7G3WbgTDy8
— ANI (@ANI) April 19, 2021
https://platform.twitter.com/widgets.js
The post ১৮ বছরের উপরে সবাইকে ভ্যাকসিন, করোনা রুখতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3mXNfpU
Bengali News