হরিদ্বারঃ ভারতের সনাতন ধর্ম সর্বদা অন্য দেশে বসবাসকারী মানুষদের আকর্ষিত করে এসেছে। ভারতের যোগ, ধ্যান আর আধ্যাত্মিকতায় অনুপ্রাণিত হয়ে অসংখ্য বিদেশি ভারতে এসেছেন। এদের মধ্যে একজন হলেন ‘বেন বাবা”। তিনি সুইজারল্যান্ডের বাসিন্দা আর পেশায় একজন ওয়েব ডেভলপার।
হরিদ্বারের মহাকুম্ভ থেকে বেন বাবার ভিডিও ভাইরাল হচ্ছে। বেন সুইজারল্যান্ড থেকে পায়ে হেঁটে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ১৮টি দেশ পার করে ৪ বছর পর ভারতে পৌঁছেছেন। আপাতত তিনি হিমাচল প্রদেশে আছেন। টুইটারে ওনার একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে উনি নিজের মুখেই নিজের সফরের কথা জানাচ্ছেন।
৩৩ বছর বয়সী বেন সুইজারল্যান্ডে একজন ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতেন। আর তিনি মোটা অঙ্কের বেতনও পেতেন। বেন বাবা জানান, সেখানে থেকে উনি কোনদিনও সুখ অর্জন করতে পারেন নি। টাকা পয়সার সুখ বেনের কাছে অনেক আছে, কিন্তু সে আধ্যাত্মিকত সুখ প্রাপ্ত করতে চায়। বেন জানান, এই আধ্যাত্মিকত সুখ সে ভারতের সংস্কৃতি, যোগ আর আত্মিকতায় প্রাপ্ত করেছেন।
स्विट्जरलैंड से 4 साल पैदल सफ़र करके हरिद्वार कुंभ के मेले में पहुंचे एक विदेशी "शिव भक्त"
ll जय श्री राम ll
||ॐ नमः शिवायजय भोलेनाथ||
ll होली की हार्दिक शुभकामनाएं llpic.twitter.com/iAHopRexaw
— राष्ट्रवादी चंदन सिंह पटेल RSS (@chsingh99) March 29, 2021
https://platform.twitter.com/widgets.js
আর এই সুখ প্রাপ্ত করার জন্য বেন সুইজারল্যান্ডের আরামের জীবন ছেড়ে ভারতের দিকে রওনা দেন। ৪ বছরের দীর্ঘ সফর আর ১৮টি দেশ পার করে বেন ভারতে পৌঁছান। আর ভারতে পৌঁছে বেন সনাতন ধর্ম এবং যোগের প্রচার-প্রসার শুরু করে বেন বাবা হয়ে যান।
বেন বাবা বলেন, তিনি সুইজারল্যান্ড থেকে ভারতে পৌঁছানোর জন্য ৬ হাজার কিমির বেশি সফর পায়ে হেঁটে পার করেছেন। ওনার যাত্রাপথে তুর্কি, ইরান, আর্মেনিয়া, জর্জিয়া, রাশিয়া, কির্গিস্তান, উজবেকিস্তান, চিন আর পাকিস্তান সমেত ১৮টি দেশের সীমান্ত পড়েছিল।
The post সুইজারল্যান্ড থেকে আধ্যাত্মিকতার সন্ধানে ৪ বছর পায়ে হেঁটে ভারতে এলেন এক বিদেশী ‘শিবভক্ত” first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2QJn61K
Bengali News