আগে যে ধরনের খবর শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তানে শোনা যেত এখন ওই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের মাটিতেও ঘটতে দেখা যাচ্ছে। লাভ জিহাদ, ভূমি জিহাদের ঘটনা এখন পশ্চিমবঙ্গের নানা প্রান্তে দেখা যাচ্ছে। তাজা খবর দক্ষিণ ২৪ পরগনা জেলার সরিষা থেকে আসছে। যেখানে ল্যান্ড জিহাদের ঘটনার দরুন এলকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, কিছু মুসলিম দুষ্কৃতি সরিষা রামকৃষ্ণ মিশনের জমি দখল করার চেষ্টা চালিয়েছে। দুষ্কৃতিরা মিশনের সামনের জমি দখল করার চেষ্টা চালিয়েছে বলে সূত্রের খবর। মিশনের মহারাজ ল্যান্ড জিহাদ আটকানোর চেষ্টা করলে তাকে উন্মাদীরা গালি গালাজ করতে শুরু করে। মিশনের মহারাজকে ধাক্কাধাক্কি করার অভিযোগও উঠেছে। মহারাজ দুষ্কৃতিদের কাছে হাতজোড় করে বলেন, তারা যেন নির্মাণ কাজ বন্ধ করে।
জমি দখলের এই চেষ্টাকে কেন্দ্র করে এক ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে মিশনের আপত্তি সত্ত্বেও কট্টরপন্থীরা জমি দখল করে নির্মাণকাজ জারি রেখেছে। এখন পুলিশ প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার।
The post সরিষা রামকৃষ্ণ মিশনের জমি অবৈধভাবে দখলের প্রয়াস! মিশনের মহারাজকে ধাক্কা ধাক্কি কট্টরপন্থীদের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3sYbOFs
Bengali News