নয়া দিল্লীঃ কৃষক নেতা রাকেশ টিকাইত বৃহস্পতিবার হরিয়ানার রামায়ণ টোল প্লাজায় কৃষকদের বার্তা দেওয়ার জন্য গিয়েছিলেন। তিনি বলেন, কারফিউ লাগিয়ে সরকার কৃষক আন্দোলন শেষ করতে চায়, কিন্তু সরকারের এই চাল্বাজি কৃষকরা বুঝে গিয়েছে আর দাবি যতদিন না সম্পূর্ণ হচ্ছে, ততদিন আমরা ধরনা শেষ করব না। টিকাইত বলেন, সরকার বিগত চারদিন থেকে ক্লিন দিল্লীর কথা শোনাচ্ছিল। কিন্তু সরকার যদি আমাদের ধরনা হটানোর চেষ্টা করে, তাহলে আমরাও এক ঘণ্টার মধ্যে বুঝিয়ে দেব।
বলে দিই, রাকেশ টিকাইত রামায়ণ টোল প্লাজায় ধরনায় বসা কৃষকদের বার্তা দিতে গিয়েছিলেন। সেই সময় তিনি কৃষকদের মনোবল বাড়াতে বলেন, সরকার কৃষকদের সবথেকে বড় আন্দোলনকে শেষ করতে নতুন নতুন ষড়যন্ত্র করছে। উনি বলেন, কৃষকরা একজোট আছে আর সরকারের ষড়যন্ত্রের কথা ভালো মতো যানে। তিনি বলেন, স্কুল বন্ধ করে সরকার বাচ্চাদের শিক্ষা বন্ধ করতে চাইছে। হরিয়ানার কৃষকদের নিয়ে টিকাইত বলেন, ওঁরাও আমাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত।
এরপর রাকেশ টিকাইত কৃষক নেতা প্রেম মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। টিকাইত বলেন, সরকার কৃষকদের করোনার টিকা দিতে চাইলে দিক, আর যেই কৃষকরা ভ্যাকসিন নিতে চায় তাঁরাও নিতে পারেন।
The post স্কুল বন্ধ করে বাচ্চাদের শিক্ষা বন্ধ করেছে, আমাদের ধরনা বন্ধ করতে এলে বুঝিয়ে দেবঃ রাকেশ টিকাইত first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3nemI7L
Bengali News