জম্মুঃ শ্রীনগরের নৌগামে বিজেপি নেতার বাড়িতে হওয়া জঙ্গি হামলায় পুলিশের এক জওয়ান শহীদ হয়েছেন। এই হামলায় যুক্ত থাকা জঙ্গিদের সনাক্ত করা হয়েছে। তিনজন জঙ্গির মধ্যে একজন বুরখা পরে বিজেপি নেতার বাড়িতে ঢুকেছিল। এরপর দ্বিতীয় জঙ্গি এলোপাথাড়ি গোলাগুলি চালায়। তৃতীয় জঙ্গি শহীদ জওয়ানের হাতিয়ার নিয়ে পালায়। জঙ্গিদের ধরতে জন্য সেনা গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে।
Jammu and Kashmir: BJP leader Anwar Khan's residence attacked by terrorists in Nowgam, Srinagar
One sentry critically injured in the attack succumbs to his injuries, say police
(visuals deferred by unspecified time) pic.twitter.com/VLcficM9Kn
— ANI (@ANI) April 1, 2021
https://platform.twitter.com/widgets.js
আইজি কাশ্মীর বিজয় কুমার বলেন, তিন জঙ্গিকেই সনাক্ত করা হয়েছে। তিনজনই শ্রীনগরের বাসিন্দা। তাঁরা সবাই লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত। জঙ্গিদের নিকেশ করতে জোর কদমে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
বলে দিই, শ্রীনগরে নৌগামে বিজেপি নেতা আনোয়ার খানের বাড়িতে বৃহস্পতিবার জঙ্গিরা হামলা চালায়। এই হামলা পুলিশের কনস্টেবল রমিজ রাজা আহন হন। ওনাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা চলাকালীন ওনার মৃত্যু হয়। বিজেপি নেতা আনোয়ার খান বারামুলা জেলার বিজেপি মহাসচিব। এছাড়াও তিনি কুপওয়ারার পর্যবেক্ষক।
The post বিজেপি নেতার বাড়িতে বোরখা পরে হামলা তিন জঙ্গির, এলোপাথাড়ি গুলিতে শহীদ এক জওয়ান first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3uby7HK
Bengali News