কলকাতাঃ দুই দফার নির্বাচন হওয়ার পর তৃতীয় দফার নির্বাচনের ঠিক আগে বীরভূমের মুরারাই কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল। কিছুদিন ধরে ওই কেন্দ্রে প্রার্থী বদল করা হবে বলে জল্পনা উঠেছিল। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন আবদুর রহমান। কিন্তু তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ২৬ মার্চ থেকে হাসপাতালে ভর্তি। আর সেই কারণেই বাধ্য হয়ে ওই কেন্দ্রে প্রার্থী বদল করল শাসক দল।
এর আগে বিজেপির নেতারা জল্পনা ছড়িয়েছিল যে, নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন, আর সেই কারণে তিনি অন্য একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন। মুরারাই বিধানসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবদুর রহমান করোনায় আক্রান্ত হওয়ার হওয়ার পর বিজেপির তরফ থেকে খবর ছড়ানো হয় যে, ওই কেন্দ্র থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন।
এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়পুরের সভা থেকে বলেছিলেন যে, নন্দীগ্রামে হারছেন দিদি আর এই কারণে তিনি নিজের জন্য একটি সুরক্ষিত আসন খুঁজছেন। তবে তৃণমূলের তরফ থেকে সমস্ত দাবি খারিজ করে দেওয়া হয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনও কেন্দ্র থেকে লড়ছেন না।
আজ বীরভূমের মুরারাই তৃণমূলের নতুন প্রার্থী করা হল মোসারাফ হোসেনকে।
The post বদলে ফেলা হল মুরারাইয়ের তৃণমূল প্রার্থীকে! ঘোষণা হল নতুন নাম first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3dCmfYS
Bengali News