তৃণমূল প্রার্থী কৌশানি মুখার্জীকে নেটজিনরা ব্যাপকভাবে টার্গেট করতে শুরু করেছেন। সম্প্রতি তার ব্যাঙ্কে কোটি টাকা ঋণ থাকাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল শুরু হয়েছিল। আর এখন উনার এক ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে জোর কটাক্ষ শুরু হয়েছে।
ভাইরাল ভিডিওতে কৌশানিকে এক বক্তব্য দিতে দেখা যাচ্ছে, যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। কৌশানি কোনো একজনকে বলেছেন, “সবার ঘরে মা, বোন আছে। ভোটটা ভেবে দিবি।” জানিয়ে দি, ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নেটিজনরা কৌশনিকে ‘লেডি তাপস পাল’ আখ্যা দিয়েছেন। বেশকিছু ফেসবুক পেজেও কৌশানিকে ‘লেডি তাপস পাল’ বলে কটাক্ষ করেছেন।
ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শ্রীময়ী সেন নামের এক ফেসবুক ইউজার লিখেছেন, “এখন সমস্ত রাজনৈতিক দলেই দেখা যাচ্ছে, সেলিব্রিটি হলে তাঁদের চালচলন কথাবার্তা যেমনই হোক না কেন সাতখুন মাপ। অথচ সাধারণ কর্মীরা যদি সামান্য কোনো কথা বলেন তখন তাঁরা শীর্ষ নেতৃত্বের রোষানলে পড়েন। এ এক অদ্ভুত রাজনীতি চল হয়েছে এখন পশ্চিমবঙ্গে।”
বিভাস বিশ্বাস নামের এক নেটিজন লিখেছেন, “দিদি দেখবেন, আপনার আবার তাপস পালের মতন অবস্থা না হয়ে যায়।
Trinamool candidate Koushani Mukherjee threatens people in Krishnanagar North: "Sobar ghare Ma-Bon achhe, sutorang bhebe chinte vote dibi"
"Every home has Ma-Behen. So think before you vote" pic.twitter.com/hO2SHLULg2
— Chayan Chatterjee (@Satyanewshi) April 3, 2021
https://platform.twitter.com/widgets.js
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জিততে একের পর এক তারকা প্রার্থী নামিয়েছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনে তারকা প্রার্থীদের নামানো নিয়ে একদিকে যেমন অনেকে খুশি ব্যাক্ত করেছে তেমনি অন্যদিকে অনেকেই আপত্তি, অসন্তোষ প্রকাশ করেছেন। যারা অসন্তোষ প্রকাশ করেছেন তাদের দাবি, তারকা প্রার্থীরা নিজেদের ভোগবিলাসিতা বাড়াতে রাজনীতিতে আসছেন।
The post “আপনি তো লেডি তাপস পাল”- তৃণমূল প্রার্থী কৌশানিকে তুমুল ট্রোল নেটিজনদের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3cNeEXX
Bengali News