কলকাতাঃ ১০ এপ্রিল শনিবার চতুর্থ দফার নির্বাচনের দিনে কোচবিহারের শীতলকুচিতে ঘটে গিয়েছিল অমানবিক কাণ্ড। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিল চারজন গ্রামবাসী। অভিযোগ, শয়ে শয়ে গ্রামবাসী সেদিন লোকাল অস্ত্র নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করেছিল। তাঁদের অস্ত্র লুঠ করার চেষ্টা করেছিল। এরপরই সেনাবাহিনী আত্মরক্ষার স্বার্থে গুলি চালাতে বাধ্য হয়। যার জেরে চারজন গ্রামবাসী প্রাণ হারান।
সেদিন কি হয়েছিল, আর কি না হয়েছিল তা পূর্ণাঙ্গ তদন্তের পরই জানা যাবে। তবে ইতিমধ্যে সেদিনের ঘটনা বলে দাবি করে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। বাংলার দৈনন্দিন সংবাদমাধ্যম ABP আনন্দ সেই ভিডিওটি প্রকাশ্যে এনেছে। যদিও আমাদের পক্ষে সেই ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে অজস্র গ্রামবাসীকে মোটা মোটা লাঠি হাতে ঘুরতে দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে অসংখ্য মানুষের চিৎকার। ভিডিওতে মহিলাদেরও দেখা যাচ্ছে। ভিডিওতে পুলিশের কয়েকজন কর্মীকেও ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে কয়েকটি গুলির আওয়াজ।
ভিডিওতে মহিলাদের হাতেও লাঠি দেখা যাচ্ছে। গুলিতে নিহত একজনের দেহ রাস্তায় এনে গ্রামবাসীদের আর্তনাদ করতেও দেখা যাচ্ছে। এরপর গুলি লেগে দুজনকে আহত অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখা যাচ্ছে। এছাড়াও কিছু মানুষকে একটি বন্ধ ঘরের দরজায় আঘাত করতেও দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে মানুষের কান্না।
ভিডিওটি কোথাকার এবং কবেকার সেটা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। তবে এই হাড়হিম করা ভিডিও দেখে আঁতকে উঠছে সবাই।
The post চলল গুলি … চারিদিকে আর্ত চিৎকার! শীতলকুচির হাড়হিম করা ঘটনার ভিডিও ভাইরাল first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3sjBlYc
Bengali News