সিআরপিএফ এর মুম্বাই কার্যালয়ে মঙ্গলবার দিন সকালে এক মেল এসেছে। যা দেশের প্রশাসনিক বিভাগে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ওই মেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
ওই মেলে দেশের বিভিন্ন ধার্মিক স্থানে হামলার হুমকিও রয়েছে। মেলে লেখা হয়েছে, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ ফিদায়িন হামলায় মারা যাবে। আমরা ১১ জন ফিদায়িন আক্রমনকারী। জানিয়ে দি, এর আগেও যোগী আদিত্যনাথকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল।
হুমকিতে বলা হয়েছিল ২৪ ঘন্টার মধ্যে AK-47 দিয়ে যোগী আদিত্যনাথকে উড়িয়ে দেওয়া হবে। যদি আমাকে খুঁজতে পারো তাহলে খুঁজে দেখাও। এর আগে ২১ শে নভেম্বর ২০২০ সালে UP এর হেল্পডেস্ক ১১২ তে হুমকি দিয়ে ম্যাসেজ পাঠানো হয়েছিলা।
ওই ক্ষেত্রে পুলিশ তদন্তের পর আগ্রা থেকে একজনকে গ্রেফতার করেছিল। গ্রেফতার হওয়া অপরাধী নাবালক ছিল। অন্যদিকে ২১ শে মে ২০২০ সালে যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল।
The post স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে প্রাণে মারার হুমকি! সজাগ সুরক্ষা ব্যাবস্থা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2PwU4m9
Bengali News