নয়া দিল্লীঃ কোভিশিল্ড ভ্যাকসিন নির্মাতা কোম্পানি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বুধবার রাজ্য সরকার আর প্রাইভেট হাসপাতালের জন্য নিজেদের দামের তালিকা জারি করেছেন। প্রাইভেট হাসপাতালে ৬০০ টাকা প্রতি ডোজ আর রাজ সরকারকে ৪০০ টাকা প্রতি ডোজ হিসেবে ভ্যাকসিন দেওয়া হবে।
ভার সরকার সম্প্রতি ভ্যাকসিনেশনের নতুন অভিযানের ঘোষণা করেছে। এই অভিযানে রাজ্য সরকার আর প্রাইভেট হাসপাতাল সরাসরি ভ্যাকসিন নির্মাতাদের থেকে ভ্যাকসিন কিনতে পারবে। এর পাশাপাশি প্রাইভেট সেক্টরগুলোও ভ্যাকসিন কিনতে পারবে। কেন্দ্র সরকার অনুযায়ী, এখনও ৫০ শতাংশ ভ্যাকসিন কেন্দ্র সরকার পাবে, আর ৫০ শতাংশ ভ্যাকসিন রাজ্য সরকার সরাসরি ভ্যাকসিন নির্মাতাদের থেকে কিনতে পারবে।
সেরাম ইনস্টিটিউট নতুন যেই দামের তালিকা প্রকাশ করেছে, সেটা অনুযায়ী ভ্যাকসিনের দাম
- রাজ্য সরকার ৪০০ টাকা প্রতি ডোজ।
- প্রাইভেট হাসপাতাল ৬০০ টাকা প্রতি ডোজ।
সেরাম ইনস্টিটিউট দাবি করেছে যে, তাঁদের ভ্যাকসিন বিদেশি ভ্যাকসিনের মোকাবিলায় অনেক সস্তা।
- আমেরিকান ভ্যাকসিন ১ হাজার ৫০০ টাকা প্রতি ডোজ।
- রাশিয়ার ভ্যাকসিন ৭৫০ টাকা প্রতি ডোজ।
- চিনের ভ্যাকসিন ৭৫০ টাকা প্রতি ডোজ।
সেরাম ইনস্টিটিউট নিজেদের বয়ানে বলেছে যে, আগামী দুই মাস কেন্দ্র আর রাজ্য সরকারকে বিশাল সংখ্যক ভ্যাকসিন উপলব্ধ করা হবে। ৪ থেকে ৫ মাসের মধ্যে ভ্যাকসিনের প্রোডাকশন বাড়ার সাথে সাথে রিটেল বাজারেও ভ্যাকসিন দেওয়া হবে।
The post রাজ্য আর বেসরকারি হাসপাতাল কত টাকায় পাবে করোনা ভ্যাকসিন, তালিকা জারি করল সেরাম ইনস্টিটিউট first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3dB0ARS
Bengali News