নয়া দিল্লীঃ করোনার দাপটে নাজেহাল গোটা ভারত। বিগত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতি মিনিটে ভারতে ১৭৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। যদিও সোমবারের তুলনায় রবিবার দেশে আক্রান্তের সংখ্যা বেশি ছিল। রবিবার গোটা দেশে ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।
আরেকদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা ১ হাজার ৭৬১ জনের প্রাণ কেড়ে নিয়েছে। গোটা ভারতে এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ৮০ হাজার ৫৫০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গোটা দেশে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৫৩ লক্ষ ২১ হাজার ৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০ লক্ষের উপরে।
মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ দেশে সর্বাধিক করোনা আক্রান্ত রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে। যদিও বাকি রাজ্য গুলোও খুব একটা স্বস্তিতে নেই। দেশের রাজধানী দিল্লী এবং উত্তর প্রদেশেও লাগাম ছাড়া হারে বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ।
যদিও মহারাষ্ট্রে রবিবারের তুলনায় সোমবার সংক্রমণ কিছুটা কমেছে। রবিবার মহারাষ্ট্রে ৬৮ হাজার ৬৩১ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। আর সোমবার সেই আক্রান্তের সংখ্যা কমে ৫৮ হাজার ৯২৪ হয়েছে।
The post দেশে প্রতি ঘণ্টায় প্রায় ১১ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়, মৃতের সংখ্যা ভাঙল সর্বকালীন রেকর্ড first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3gnyFXg
Bengali News