-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

‘basarkari hola porisaba bhala hoba” করোনায় আক্রান্ত বাম নেতা ভর্তি হলেন বেসরকারি হাসপাতালে

- April 20, 2021



কলকাতাঃ করোনা (covid-19) আক্রান্ত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী (sujan chakraborty)। করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও ফিরছে গতবছরের সেই ভয়াবহ স্মৃতি। চারিদিকে আবারও আতঙ্ক ছড়িয়েছে। প্রতিদিনই করোনা সংক্রমণের সংখ্যা রেকর্ড সীমা পার করে যাচ্ছে। সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও।

বাংলায় এই পরিস্থিতিতে নির্বাচনী মরশুম হওয়ায় চারিদিকে আক্রান্ত হচ্ছেন বহু প্রার্থীরাও। ইতিমধ্যেই সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠার আগেই নির্বাচনী প্রচারে জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা।

এরই মধ্যে বুধবার ভোর রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে যাদবপুরের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর। গতকাল চেস্টের সিটি স্ক্যান করার পর বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তিও করা হয়েছিল। তারপরই আজ তাঁর পজেটিভ রিপোর্ট আসে। তবে মৃদু উপসর্গ থাকায়, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

The post ‘basarkari hola porisaba bhala hoba” করোনায় আক্রান্ত বাম নেতা ভর্তি হলেন বেসরকারি হাসপাতালে first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3v6QldT
Bengali News
 

Start typing and press Enter to search