কলকাতাঃ কিছুদিন আগে নন্দীগ্রামের বিজেপির প্রচারের মধ্যে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘আমি এখন নন্দীগ্রামের ভোটার। আপনাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেব।” ওনার এই কথার পরই জানা যায় হলদিয়ার ভোটার শুভেন্দু অধাকারি নিজের নাম স্থানান্তর করে নন্দীগ্রামের ভোটার হয়েছেন। কিন্তু তৃণমূল দাবি করছে যে শুভেন্দু অধিকারী হলদিয়া এবং নন্দীগ্রাম দুই জায়গা থেকেই ভোটার। আর নন্দীগ্রামের ভোটার লিস্ট থেকে শুভেন্দুর নাম বাতিল করানোর জন্য কমিশনের দ্বারস্থ তৃণমূল।
কিছুদিন আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিল করার দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, আর একটি সিবিআই মামলাও রয়েছে। কিন্তু নিজের হলফনামায় তা উল্লেখ করেন নি তৃণমূল নেত্রী।
শুভেন্দু অধিকারীর এই অভিযোগের পর জানা যায় যে, শুভেন্দুবাবু যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই-এর মামলার কথা উল্লেখ করেছেন, সেই মমতা আর নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা দুজন আলাদা। সিবিআই-এর মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে ঠিকই, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় একজন সরকারি কর্মীর স্ত্রী। আর ওনার সঙ্কে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই।
নির্বাচন কমিশনে শুভেন্দুর ওই অভিযোগ খারিজ হওয়ার পর এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেল তৃণমূল।
The post শুভেন্দুর নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে কমিশনে গেল তৃণমূল first appeared on India Rag .
from India Rag https://ift.tt/38PyhfI
Bengali News