-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আজানের তীব্র আওয়াজে ঘুমে ব্যাঘাত! জেলাশাসককে অভিযোগ এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

- March 17, 2021

প্রয়াগরাজঃ সিভিল লাইনে দীর্ঘদিন ধরে বসবাস করা এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঙ্গীতা শ্রীবাস্তবের বাড়ির পাশে থাকা একটি মসদিজ থেকে ভোরের আজানের আওয়াজ ওনার ঘুমের ব্যাঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপাচার্য এলাহাবাদের জেলাশাসককে চিঠি লিখে অভিযোগ করেছেন যে, আজানের আওয়াজের কারণে ওনার ঘুম উড়েছে। তিনি এলাহাবাদ হাইকোর্টের একটি নির্দেশের কথা উল্লেখ করে বলেছেন যে, জেলাশাসক আদালতের নির্দেশ পালন করে পদক্ষেপ নেবেন।

উপাচার্য নিজের চিঠিতে লেখেন, রোজ সকাল ৫ঃ৩০ এর আশেপাশে ওনার বাড়ির পাশে থাকা একটি মসজিদ থেকে তীব্র আজানের আওয়াজ ওনার ঘুম ভাঙিয়ে দেয়। যদিও তিনি নিজের চিঠিতে এটাও লিখে দেন যে, তিনি কোনও ধর্মের অথবা কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে না।

উপাচার্য নিজের চিঠিতে লেখেন, রমজান মাসে সকাল চারটে থেকে মাইকে ঘোষণা শুরু হয়। আর এই কারণে শুধু আমার না, আশেপাশের সবারই সমস্যা হয়। উপাচার্য জেলাশাসকে চিঠি লিখে দাবি করেছেন যে, এলাকার মানুষের মধ্যে শান্তি বজায় রেখে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে। আজানের তীব্র আওয়াজ থেকে মানুষকে স্বস্তি দেওয়ার আবেদনও করেন তিনি।

উপাচার্য সঙ্গীতা শ্রীবাস্তবের চিঠির জবাবে জেলাশাসক ভানু চন্দ্র গোস্বামী ওনাকে চিঠি পাঠিয়েছেন। জেলাশাসক লিখেছেন, নিয়ম অনুসারে পদক্ষেপ নেওয়া হবে। উপাচার্য সঙ্গীতা শ্রীবাস্তব ৩ মার্চ চিঠিটি লিখেছিলেন বলে জানা গিয়েছে।

The post আজানের তীব্র আওয়াজে ঘুমে ব্যাঘাত! জেলাশাসককে অভিযোগ এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3eUB37r
Bengali News
 

Start typing and press Enter to search