কলকাতাঃ বিজেপি একদিকে তৃণমূলের নেতা নিজেদের দলে টেনে তৃণমূল ভাঙছে। আরেকদিকে, তৃণমূল একের পর এক রাজনৈতিক দলের সমর্থন পাচ্ছে। এর আগে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল তৃণমূলকে সমর্থন করার কথা জানিয়েছে। লালুপুত্র তেজস্বী যাদব নিজে বাংলায় এসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূলকে সমর্থন করার কথা জানিয়েছেন।
এরপর উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও আসন্ন নির্বাচনে তৃণমূলকে সমর্থনের কথা জানিয়েছেন। সমাজবাদী পার্টিও একুশের নির্বাচনে তৃণমূলকে সমর্থন করছে। আর এবার উদ্ধব ঠাকরের শিবসেনাও রাজ্যে প্রার্থী না দিয়ে তৃণমূলকে সমর্থন করার কথা জানালো। দলের মুখ্যমন্ত্রী সঞ্জয় রাউত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলার বাঘিনী” বলেও সম্বোধন করেছেন। তবে এই বিষয়ে রাজ্যের শিবসেনা নেতাদের সঙ্গে আজ কেন্দ্রীয় শিবসেনা নেতাদের বৈঠক হওয়ার কথা আছে।
— Sanjay Raut (@rautsanjay61) March 4, 2021
https://platform.twitter.com/widgets.js
বলে রাখি, এর আগে পশ্চিমবঙ্গে ১০০ জন প্রার্থী দেবে বলে জানিয়েছিল শিবসেনা। দলের রাজ্য সম্পাদক অশোক সরকার বলেছিলেন, বিজেপির হিন্দুত্ববাদ আর শিবসেনার হিন্দুত্বের মধ্যে রাতদিন তফাৎ রয়েছে। তিনি রাজ্যে শিবসেনার প্রার্থীদের জয়ের জন্যও আশাবাদী ছিলেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এখন জানিয়ে দিয়েছে যে, তাঁরা রাজ্যে প্রার্থী দেবে না।
শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, একুশের নির্বাচনে তাঁরা আলাদা করে লড়াই করবে না। রাজ্যে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বিরুদ্ধে নির্ণায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আসল বাঘিনী। তিনি বাংলায় বাঘিনীর মতো লড়াই করে চলেছেন। আমি ওনার সাফল্য কামনা করি।” তিনি এও বলেন যে, উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনা করে বাংলায় প্রার্থী না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার নীতি ঠিক হয়েছে।
The post বড় ঘোষণা শিবসেনার, বাংলার প্রার্থী দেবে না উদ্ধব ঠাকরের দল! সমর্থন করবে তৃণমূলকে first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2NYuCF2
Bengali News