কলকাতাঃ দীর্ঘদিন ধরেই বাংলার এটাই জানায় জন্য মানুষ প্রতীক্ষা করছিল যে, বিজেপি তাঁদের ঘোষণাপত্রে কি কি প্রতিশ্রুতি দেয়? আজ সেই প্রতীক্ষার অবসান ঘটল। আজ কলকাতা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ একুশের নির্বাচনের জন্য বিজেপির ম্যানিফেস্টো জারি করল। যদিও অমিত শাহ এই ম্যানিফেস্টোকে ঘোষণাপত্র নাম দিতে নারাজ। তিনি বলেন, আমরা শুধু ঘোষণা করছি না, আমরা কাজে করে দেখাব। আর এই কারণে আমরা এই ঘোষণাপত্রকে সঙ্কল্পপত্রের নাম দিয়েছি।
বাংলা দখলের স্বপ্ন দেখা অমিত শাহের আজকের এই সংকল্পপত্র সোনার বাংলা গড়ার জন্য যথাযথ হলেও, প্রশ্ন উঠছে এগুলো আদৌ কি বাস্তবায়িত করা সম্ভব? যদিও অমিত শাহ নিজেই জানিয়েছেন যে, আমরা কোনও আকাশকুসুম স্বপ্ন দেখাচ্ছি না। আমরা বাংলার বাজেটের মাত্র ১৫ শতাংশ টাকা খরচ করে এই স্বপ্ন পূরণ করতে পারব। তাই এর টাকা কোথা থেকে আসবে সেটা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।
অমিত শাহ দ্বারা যারা করা সংকল্পপত্রে আজ বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলোর মধ্যে কিছুটা আপনাদের কাছে তুলে ধরছি …
- কলকাতাকে বিশ্বমানের ফিউচার সিটি বানাতে `২২,০০০ কোটির উন্নয়ন তহবিল।
- UNESCO হেরিটেজ সিটির মর্যাদা পাওয়ার জন্য কলকাতায় ৫০০ কোটি বিনিয়োগ।
- স্বচ্ছ কলকাতা মিশন চালু করতে ১,৫০০ কোটি।
- আর্থিক পরিষেবার প্রধান কেন্দ্র করা হবে কলকাতাকে।
- ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ।
- ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা।
- নিয়মিত অগ্নিনিরীক্ষা কলকাতার প্রতিটি বাড়িতে।
- এসি ও নীচু মেঝেযুক্ত বাসের সংখ্যা বাড়িয়ে ৩০০০ করা হবে।
- শহরে বায়ু দূষণ প্রতিরোধে ১০টি স্মগ টাওয়ার।
- শ্রীরামপুর, ধুলাগড় ও কল্যাণী পর্যন্ত কলকাতার সঙ্গে শহরতলির দ্রুত যোগাযোগ বাড়াতে কলকাতা মেট্রোর সম্প্রসারণ।
- কালীঘাটে আদি গঙ্গা নদীর অতীত গৌরব ফেরাতে সমস্ত নর্দমা ও আবর্জনা পরিষ্কার করে পুনর্জীবিত করা হবে।
- রেশনে ১ টাকা কেজি গম, ৩০ টাকা কেজি ডাল, ৩ টাকা কেজি নুন এবং ৫ টাকা কেজি চিনি বিক্রি হবে।
অমিত শাহ সংকল্পপত্র ঘোষণার আগে বলেন। ভুলেও ভাববেন না যে আমরা শুধু প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছি। তিনি বলেন, বিজেপি নিজেদের সংকল্পপত্রে যা যা বলেছে, তাই করে দেখিয়েছে আর আগামী দিনে বিজেপি সোনার বাংলাও গড়ে দেখাবে।
The post চাল ১ টাকা, চিনি ৫ টাকা! ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ! সোনার বাংলা গড়তে সংকল্প অমিত শাহের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3tGxi9B
Bengali News