করোনা ভ্যাকসিনকে যেভাবে ভারত সরকার উদারতার সাথে পুরো বিশ্বজুড়ে পৌঁছে দিয়েছে তা আন্তর্জাতিক কূটনীতিতে বেশ ভালো প্রভাব ফেলেছে। সফল ভ্যাকসিন কূটনীতির দ্বারা ভারত আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার প্রভাব বৃদ্ধি করেছে। লক্ষণীয় বিষয় যে ভারত ভ্যাকসিন দেওয়ার দিকে অন্যান্য দেশের প্রতি যে উদারতা দেখিয়েছে ইউরোপ একেবারে তার উল্টো পথে হেঁটেছে।
ইউরোপ গরিব ও পিছিয়ে পড়া দেশগুলিকে ভ্যাকসিন দিতে অস্বীকার করেছে। ইউরোপ ফার্স্ট কর্মসূচির আওতায় ইউরোপ শুধুমাত্র নিজের দেশগুলির মধ্যে ভ্যাকসিন প্রদানের পক্ষপাতিত্ব করেছে। ভারত আন্তর্জাতিক মহলে দাবি করেছে ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটের নিয়ম কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় করা হোক। যাতে বিশ্বের সমস্তুরকম ভ্যাকসিনকে কম দামে উৎপাদন গরিব দেশগুলির মধ্যে দেওয়া যায়।
যদিও ইউরোপের দেশগুলি এই প্রস্তাব একেবারে পছন্দ করেনি। তারা খোলাখুলি এই প্রস্তাবের বিরোধিতা করেছে। শুধু এই নয়, ইউরোপের দেশগুলি নিয়ম লাগু করেছে যে তাদের দেশে যে কোনো ভ্যাকসিন নির্মাতা কোম্পানি প্রথমে ইউরোপের সমস্থ দেশে ভ্যাকসিন প্রদান করবে, তারপরেই অন্য দেশে ভ্যাকসিন রপ্তানি করতে পারবে।
ইউরোপ প্রায় খোলাখুলিভাবেই গরিব ও পিছিয়ে পড়া দেশগুলোকে ভ্যাকসিন দেওয়ার বিরোধিতা করেছে। আফ্রিকান ও ক্যারাবিয়ান দেশগুলি এই ইস্যুতে ইউরোপের কড়া বিরোধিতা করেছে। দক্ষিণ আমেরিকার দেশগুলিও তীক্ষ্ণ ভাষায় ইউরোপের বিরোধিতা করেছে। অন্যদিকে বিশ্বজুড়ে এশিয়া, আফ্রিকার দেশগুলি ভারতের প্রশংসায় মুখরিত হয়েছে। ভারত নিজের দেশে ভ্যাকসিন উৎপাদন করে ৪৭ টি দেশে তা প্রেরণ করেছে। প্রায় ৪.৬ কোটি ভ্যাকসিন এই দেশগুলিকে দেওয়া হয়েছে।
ক্যারাবিয়ান দেশগুলির প্রতিনিধিত্ব করা সেন্ট লুসিয়া বলেছে যে ভারত ও প্রধানমন্ত্রী মোদীর কারণে বার্বাডোজ, ডোমিনিকাকে ১ লক্ষ ৭০ হাজার ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই।
The post ভ্যাকসিন কূটনীতিতে সফল ভারত, বিরোধিতায় নামল ইউরোপ first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3eeDMrM
Bengali News