লাদাখ থেকে নিজের সৈনিকদের পিছু হটানোর পর এখন চীন ডিফেন্স বাজেটে বড়োসড়ো পরিবর্তন করেছে। চীন সুরক্ষা বাজেট বাড়িয়ে ২০৯ বিলিয়ন আমেরিকান ডলার করেছে। যেটা আগের বছরের তুলনায় ৬.৮% বেশি। চীনের দ্বারা এমন পদক্ষেপ বিশ্বের শক্তিশালী দেশগুলিকে চিন্তা ভাবনা করতে বাধ্য করেছে।
চীনের এমন পদক্ষেপে এটা স্পষ্ট বোঝা গেছে যে করোনা মহামারির সময়েও ড্রাগনের কাছে তার ডিফেন্স বাজেট বৃদ্ধি করার অর্থ আগ্রাসন নীতিকে বুস্ট করা। জানিয়ে দি, করোনাকালে কোনো দেশ এইভাবে ডিফেন্স বাজেট বৃদ্ধি করবে এমন আশা কম ছিল বলে মত প্ৰকাশ করেছেন ডিফেন্স বিশেষজ্ঞরা।
চীনের প্রধানমন্ত্রী লি কে কিয়াং দেশের সংসদ ন্যাশনাল পিপলস কংগ্রেসে শুক্রুবার দিন বাজেট পেশ করেন। এই সময় উনি বলেন যে ডিফেন্স বাজেট বৃদ্ধি করে ২০৯ বিলিয়ন ডলার করে দেওয়া হয়েছে। চীনের এই ডিফেন্স বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ার পর NPC প্রবক্তা আগ্রাসন নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
NPC প্রবক্তা য়েসুই বলেন, আমাদের সুরক্ষা বাজেট বৃদ্ধি করার কারণ দেশের সুরক্ষাকে মজবুত করা। কোনো দেশকে এটাকে বিপদ হিসেবে দেখা উচিত নয়, এতে কোনো দেশের ভয় পাওয়া ঠিক নয়। চীনের এই প্রবক্তা আরো বলেন, আমরা শান্তিপূর্ন মার্গে বিকাশ করার পন্থী। আমাদের ডিফেন্স প্রকৃতি দেখলে তা স্পষ্ট বোঝা যায়। জানিয়ে দি, চীনের কাছে ২০ লক্ষ সেনা রয়েছে যা বিশ্বের সবথেকে বড়ো সৈন্যবল। অবশ্য চীন লাগাতার এই সংখ্যা বৃদ্ধি করেই চলেছে।
The post “কোনো দেশকে আমাদের থেকে ভয় পেতে হবে না”- ডিফেন্স বাজেট বৃদ্ধির পর বলল চীন first appeared on India Rag .
from India Rag https://ift.tt/30gPWZc
Bengali News