মেরঠের পর এবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে রুটি তৈরির সময় থুতু লাগানোর ঘটনা সামনে এসেছে। জেলার ভোজপুর গ্রামের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক ব্যাক্তি রুটি তৈরির সময় তাতে থুতু লাগাচ্ছে। রুটি গরম করার সময় ওই ব্যক্তি থুতু লাগাচ্ছে।
ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। এরপর অপরাধীকে গ্রেফতার করে। অপরাধীর নাম মহসিন বলে জানা গেছে। পুলিশ যখন উক্ত ব্যাক্তির খোঁজ শুরু করেছিল তখন সে নিজের বাড়ি মুরাদাবাদের নিজের বাড়ি থেকে পলায়ন করে। যদিও পুলিশ অপরাধীকে গ্রেফতার করে ফেলে।
After Meerut, now another video of spitt¡ng in Tαndoor Naan in #Ghaziabad has surfaced, accused "Mohammad Mohsin" arrested.
︎The video is dated March 11, where there was an engagement program.
(Same video I've Twited few hours ago but Tw¡tter deleted, so plzz retweet again) pic.twitter.com/jk57yTKgJe— (@TheAshwiniRaj) March 13, 2021
https://platform.twitter.com/widgets.js
ভিডিও ভাইরাল হওয়ার পরই পুলিশ অপরাধীর বিরুদ্ধে FIR দায়ের করে। ভিডিওটি গ্রামের এক অনুষ্ঠান বাড়ির বলে জানা গেছে। অনুষ্ঠান বাড়ির সমস্ত দায়িত্ব যাদের দেওয়া হয়েছিল তারা নান রুটি তৈরির জন্য এই যুবককে ডেকেছিল।
उक्त वीडियो का तत्काल संज्ञान लेते हुए FIR दर्ज कर आरोपी अभियुक्त मोसिन को गिरफ्तार कर लिया गया है । वैधानिक कार्यवाही प्रचलित कर दी गयी है। pic.twitter.com/l8yQfdwKQs
— GHAZIABAD POLICE (@ghaziabadpolice) March 13, 2021
https://platform.twitter.com/widgets.js
ভিডিওতে দেখা যাচ্ছে মহসিন রুটি বানাচ্ছে এবং তাতে থুতু দিয়ে তারপর আগুনে রুটি গরম করতে দিচ্ছে। এর আগে মেরঠ থেকে এমন ঘটনা সামনে এসেছিল। যেখানে নউশাদ নামের ব্যাক্তি রুটি তৈরির সময় থুতু দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। মেরঠের ঘটনায় নউশাদের উপর NSA এর ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছিল।
The post থুতু লাগিয়ে রুটি তৈরির নতুন মামলা, ভিডিও ভাইরাল হওয়ার পর গ্রেফতার মহসিন নামের যুবক first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3lbV22t
Bengali News