নয়া দিল্লীঃ বাংলায় বিজেপির জয় নিশ্চিত, নেতারা শুধু নিজের মতো করে প্রচারে নেমে পড়ুন। বঙ্গ বিজেপির নেতাদের এরকমই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছেন যে, এবার বাংলায় বিজেপির জয় ১০০ শতাংশ নিশ্চিত। আজ বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আপনারা মানুষের কাছে পৌঁছে যান। বাংলায় এবার আমাদের জয় নিশ্চিত। দলের যেসব নেতারা দায়িত্বে আছেন তাঁরা নিজের দায়িত্ব ঠিক করে পালুন করুন।
আর এরমধ্যে বিজেপিরে তরফ থেকে বাংলায় স্টার প্রচারকদের সূচি জারি করা হয়েছে। সবথেকে অবাক করা বিষয় হল, বিজেপির এই স্টার প্রচারকদের মধ্যে তৃণমূল থেকে সদ্য বিজেপিতে আসা কোনও নেতার নাম নেই। তবে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে স্টার প্রচারকদের তালিকায় রাখা হয়েছে।
কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব দ্বারা তৈরি করা এই স্টার প্রচারকদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তীম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব কৈলাস বিজয়বর্গীয়র নাম আছে।
The post জয় নিশ্চিত, আপনারা শুধু জোর কদমে প্রচার করুন! বাংলার নেতাদের বললেন প্রধানমন্ত্রী first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3qF4oFa
Bengali News