অন্যান্য দিন একে অপরকে আক্রমন করলেও দোল উৎসবের দিনে অন্য মেজাজে দেখা গেল তৃণমূল বিজেপির বেশকিছু প্রার্থীদের। গঙ্গার ঘাটে দোল খেলতে মদন মিত্র, দেবাংশুদের সাথে মাতলেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীরা। জানিয়ে দি, মদন মিত্রকে কামারহাটি থেকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির হয়ে বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়,বেহালা পূর্বের প্রার্থী পায়েল সরকার, হাওড়ার শ্যামপুরের বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী।
তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ কম নয়। একের পর এক বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ তুলেছে বিজেপি। আর প্রত্যেকটি অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের উপর। এমন পরিস্থিতি কিভাবে স্বয়ং বিজেপি প্রার্থীরা তৃণমূল নেতার সাথে দোল খেলাতে মেতেছেন তাই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
বিজেপি পার্থী পায়েল সরকার দোল খেলার সময় শ্রাবন্তী ও তনুশ্রীর সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ” বঙ্গবিজেপির পরিবারকে জানাই হোলির শুভেচ্ছা, আমরা সোনার বাংলা গড়ব।” পায়েলের এই পোস্টের উপর নেটিজনরা যে সমস্ত মন্তব্য করেছেন তা দেখার মতো। মদন মিত্রের সাথে বিজেপি প্রার্থীদের ছবি দেখার পর রীতিমতো রোষ প্রকাশ করেছেন নেটিজনরা।
জিত চন্দ্র নামের এক ফেসবুক ইউজার লিখেছেন, “আপনাদের কি মিনিমাম লজ্জা নেই? পার্টি তে কি এই ধান্দা গোটাতে এসেছেন? লোকাল লেভেলে বিজেপির পোস্ট লাইক করলে কর্মী মার খাচ্ছে, 140 জনের বেশি শহীদ হয়েছে, দিকে দিকে মার খাচ্ছে কোনোদিন তো এগুলো নিয়ে আওয়াজ তোলেননি? আজকে সৌজন্য রং মাখছেন?
আপনাদের ফুটেজ আর স্বার্থ ছবি সবাই মনে রাখবে। ছিঃ”
বিশাল রায় লিখেছেন, “দলের কর্মীরা চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছেন,আর আপনারা মদ অন এর সাথে “খেলা হবে” গানের তালে ছেলেখেলা করছেন। একরাশ ধিক্কার আপনাদের।”
প্রকৃতি নামের এক ইউজার লিখেছেন, “আপনারা বিজেপির প্রার্থী হয়ে মদন দার সাথে কী করেছিলেন? উপরে উপরে সবাই আলাদা প্রার্থী আর তলে তলে সবাই এক।”
পঞ্চানন বিজলি লিখেছেন, “যেখানে দিনের পর দিন তৃণমূলের হাতে বিজেপির কর্মী খুন হচ্ছে আর বিজেপির প্রার্থীরা তৃণমূলের সাথে (খেলাহবে) গানে হোলি খেলছে , লজ্জা লাগে এরা গড়বে সোনার বাংলা”
The post “বিজেপি কর্মীরা খুন হচ্ছে আর আপনারা ছেলেখেলা করছেন”- মদন মিত্রের সাথে দোল খেলায় রোষের মুখে শ্রাবন্তী, পায়েল তনুশ্রীরা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3fl37AN
Bengali News