কলকাতাঃ রাজ্যে বিধানসভার নির্বাচনের জন্য প্রচার অভিযান জোড়তোড় ভাবে চলেছে। আর রাজ্যের নির্বাচনের জন্য বিজেপি বাংলার ৫ জেলার ১০৯ টি আসনের জন্য বিশেষ রণনীতি বানিয়েছে। বিজেপি ২২ জন নেতাকে বাংলার দায়িত্ব দিয়েছে। এই ২২ নেতা স্থানীয় পদাধিকারদের সঙ্গে সংশ্লিষ্ট আসন গুলো নিয়ে প্ল্যান তৈরি করছে। এই নেতারা সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রে ঘাঁটি গেঁড়ে দলের ভীত মজবুত করার কাজ করবে।
সুত্র অনুযায়ী, বিজেপির এই নেতারা স্থানীয় পদাধিকারীদের মদতে স্থানীয় মানুষের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবে। কেন্দ্রীয় নেতার টিম প্রতিটি স্তরে স্থানীয় নেতাদের সাহায্য করবে।
এই রণনীতি অনুযায়ী বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কলকাতা উত্তরের দায়িত্ব দিয়েছে। খড়দহ, উত্তর দমদম, কামারহাটি, পানিহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউ টাউন, বিধাননগরের আসন আছে। আর বিজেপির বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাধামোহন সিংকে হাওড়া গ্রামীণ এলাকার ৫ টি কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিংকে ব্যারাকপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানকার পাঁচটি বিধানসভা কেন্দ্র ভাটপাড়া, নৈহাটি, জগদ্দল, নোয়াপাড়া আর ব্যারাকপুরের জন্য রণনীতি তৈরি করবেন তিনি। আর গুজরাট বিজেপির নেতা তথা মহাসচিব প্রদীপ সিং বাঘেলাকে বনগাঁও-এর পাঁচটি আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিজেপি নেতা বসন্ত কুমার পান্ডা বারাসাত আর ব্যারাকপুরের কয়েকটি এলাকায় বিজেপির জয় নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজেপি দলের সাংসদ তথা এসসি মোর্চার সভাপতি বিনোদ সনকরকে বসিরহাটের চারটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দিয়েছে। আর বিহারের স্বাস্থ্য মন্ত্রী মঙ্গল পাণ্ডেকে বসিরহাট এবং বারাসাত জেলায় বিশেষ রণনীতি বানিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে সামাঞ্জস্য বজায় রেখে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে।
The post পাঁচ জেলার ১০৯ টি আসনের জন্য মেগা প্ল্যান বিজেপির, মাটি কামড়ে পড়ে থাকবেন কেন্দ্রীয় নেতারা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3rKz211
Bengali News