কলকাতাঃ প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা আজ তৃণমূলে যোগ দিলেন। কলকাতায় তৃণমূল ভবনে তিনি দলের সদস্যতা নেন। অটল বিহারী বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী আর বিদেশ মন্ত্রালয়ের দায়িত্ব সামলানো যশবন্ত সিনহা সংবাদমাধ্যম কে বলেন, অনেকেই আমার এই সিদ্ধান্তে অবাক হচ্ছে। আমি রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলাম, কিন্তু আজ আমাদের দেশের প্রকৃত মূল্য বিপদে আছে সঠিক ভাবে কোনোকিছুই পালন হচ্ছে না।
বলে রাখি, প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা ২০১৮ সালে ২১ এপ্রিল বিজেপি থেকে ইস্তফা দেন। গণতন্ত্র বিপদে থাকার অভিযোগ করে তিনি বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। এরপর ২০১৯ এর জানুয়ারি মাসে তৃণমূল কংগ্রেস দ্বারা আয়োজিত মহা ব্রিগেডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বলে রাখি, তৃণমূলের ওই ব্রিগেডে দেশের তামাম বিজেপি বিরোধী দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর তাঁরা উপস্থিতও ছিল।
তৃণমূলের ওই ব্রিগেডে যশবন্ত সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিজেপির এই প্রাক্তন দুই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেদিনের ব্রিগেডে ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি আর নরেন্দ্র মোদীকে হারানোর সংকল্প নিয়েছিলেন। আর ঠিক দুই বছর পর রাজ্যের নির্বাচনের আগে যশবন্ত সিনহা তৃণমূলে যোগ দিলেন।
যশবন্ত সিনহা আজ বলেন, ‘গণতন্ত্রের শক্তি আমাদের সংস্থার মধ্যে রয়েছে তবে আজ সংস্থাগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে দেশের আদালতও আছে।” যশবন্ত সিনহা বলেন, সরকারর স্বেচ্ছাচারিতা গুলো রোধ করার মতো আর কেউ নেই।
তিনি বলেন, ‘আমি ১০০ শতাংশ নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতায় রাজ্যে ফের ক্ষমতায় আসবে। বাংলা থেকে গোটা দেশে একটি বার্তা যাওয়া উচিৎ, যেটা মোদী আর শাহ দিল্লী থেকে চালাচ্ছে, সেটা আর বরদাস্ত করা হবে না।”
The post বিজেপিকে হারাতে মমতার হাত ধরেছিলেন উনিশেই, আজ অফিসিয়ালি তৃণমূলে যশবন্ত সিনহা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3cufaIX
Bengali News