হাতে গোনা কয়েকটি দিন তারপরেই শুরু ভোট। আর এই কারণে বিপরীতে থাকা দলকে আক্রমন করতে কোনো ইস্যু ছাড়তে রাজি নয় রাজনৈতিক দলগুলি। এই পরিপ্রেক্ষিতে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিজেপির উপর উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস।
সম্প্রতি টুইট করে গ্যাসের দাম নিয়ে বিজেপিকে আক্রমন করেছেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। উনি টুইট করে মোদী সরকারকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন। এইভাবে কি আত্মনির্ভর ভারতবর্ষ গড়ে উঠবে? গ্যাস কেনার জন্য কি রক্ত বেচতে হবে? প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ।
মিমি চক্রবর্তী তার টুইটে লিখেছেন, আজকে সকালে বাড়িতে LPJ গ্যাস দিতে এসেছিল। দাম শুনে আমি হতাশ হয়ে গেলাম। এই লেখার উপর রাগি মনোভাবের একটা ইমোজি দেন মিমি চক্রবর্তী। শুধু এই নয়, হিন্দিতে আক্রমন করে মিমি লেখেন, ” কিয়া হুয়া তেরা ওয়াদা?” আত্মনির্ভর আইসে বানেগা ইন্ডিয়া? খুন বেচকে? এর অর্থ প্রতিশ্রুতির কি হলো? এইভাবে কি আত্মনির্ভর হবে ভারত? রক্ত বেঁচে?
অবশ্য মিমি চক্রবর্তীর এই টুইটের উপর অনেকে অনেক ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। অরিজিৎ দিপানি নামের এক টুইটার ব্যাবহারকারী লিখেছেন, “প্রত্যেক মানুষের মাথায় তো এর মধ্যেই 50,000 ধার করেদিয়েছেন, কতো তে গিয়ে থামবেন? এই বিষয়ে তো কোনো টুইট হয় না কোনোদিন? ধার করুন আর বিলি করুন !.. আর মোটা মোটা পার্টি থেকে সুবিধা নেন আর মানুষ গোল্লায় যাক!”
সুমন আচার্য নামের একজন লিখেছেন, “কেন্দ্রের সরকার যখন লকডাউনে দেশের মহিলাদের একাউন্টে 500 টাকা, গরিব মানুষকে 5 কেজি করে চাল 1 কেজি ডাল, বিনামূল্যে উজ্জ্বলা যোজনায় গ্যাস দিয়েছে সেই টাকা গুলো কোথা থেকে এলো তা নিয়ে কোনও প্রশ্ন করেছিলেন? দিদি ভর্তুকি দিয়ে, অন্য দেশ থেকে ধার করে আত্মনির্ভর হওয়া যাবেনা।”
Today morning LPG came to my door nd i collapsed
.
Kya hua tera vada ??? Aatmanirbhar kya aaisa benaga india khoon bechke apna— Mimssi (@mimichakraborty) March 2, 2021
https://platform.twitter.com/widgets.js
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির লড়াই তুঙ্গে পৌঁছে গেছে। চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার গ্রুপ সর্বত্র বঙ্গ রাজনীতির আলোচনা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। একদিকে বিজেপি পার্টি জনগণের মন জয় করতে তৃণমূলের দোষ বের করতে লেগে পড়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসও বিজেপির উপর রাজনৈতিক আক্রমন শুরু করেছে।
The post “গ্যাসের দামের জন্য কি রক্ত বিক্রি করতে হবে”- বিজেপিকে আক্রমন মিমি চক্রবর্তীর first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2OeYzAA
Bengali News