ভাঙড়ঃ গত শুক্রবার অভিমানে কান্না করেছিলেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম। অভিমান করার কারণ হল, এত বছর ধরে দল করেও দল তাঁকে প্রার্থী করেনি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হাউহাউ করে কেঁদে দিয়েছিলেন আরাবুল। এরপর অভিযোগ উঠেছিল যে, ওনার নেতৃত্বে তৃণমূলের কর্মীরা দলীয় কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায়, তাতে আগুন লাগিয়ে দেয়। এমনকি দল ছাড়ারও চিন্তাভাবনা করে নিয়েছিলেন তিনি।
কিন্তু দলের শীর্ষ নেতৃত্বদের আশ্বাসের পর রাগ, অভিমান, দুঃখ ভুলিয়ে রেখে এখন আবার দলের প্রচারে নেমে পড়েছেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। তবে রাগ, অভিমান, দুঃখ ভুলিয়ে দূরে সরিয়ে রাখলেও তিনি যে সমস্ত কিছু ভুলে যান নি, তা আজ আবার প্রমাণিত হল। আজ দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে বেরিয়ে দলের বিরুদ্ধে অভিমান উপরে দিলেন আরাবুল ইসলাম
দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে আরাবুল ইসলাম বলেন, ‘আমি দলের কথা শুনি, কিন্তু দল আমার কথা শোনে না। কিন্তু দল যদি ভাঙড়ে পাকিস্তানের লোককেও প্রার্থী করে, তাহলেও আমরাই জেতাব।” আরাবুল ইসলাম বলেন, ‘ভাঙড়ের মানুষ পাঁচ বছর বিধায়ককে কাছে পায়নি। আগামী পাঁচ বছরও না হয় পাবে না। তাতে আক্ষেপ নেই। দল যদি পাকিস্তানের লোককেও এখানে প্রার্থী করায়, তাহলেও সেই আমরাই জেতাব।”
আরাবুল ইসলাম বলেন, ‘ভাঙড়ের তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও মুখ্যমন্ত্রী করতে হবে। সবাই প্রস্তুত হয়ে মাঠে নেমে পড়ুন।” আরাবুলের বক্তব্যের পর ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজাউল করিম বলেন, ‘আমার কাজ হবে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে ঝাঁপিয়ে পড়া।”
The post পাকিস্তানের লোকও যদি ভাঙড়ে তৃণমূলের প্রার্থী হয়, তাহলেও আমরাই জেতাবঃ আরাবুল ইসলাম first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3qCy2uB
Bengali News